গোল্ডেন গ্লোব' জেতার পর এবার 'অস্কার ২০২৩'-এ মনোনয়ন পেল 'নাটু নাটু'

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার অস্কারের (Oscars 2023) 'বেস্ট স্কোর' বিভাগে মনোনয়ন পেল 'আর আর আর'  ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু' । একের পর এক পালক জুড়েই চলেছে 'আর আর আর'-এর মুকুটে। এবার দেখার পালা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে কার হাতে ওঠে সেরার শিরোপা। ২৪ ডিসেম্বর, ঘোষণা করা হচ্ছে 'অস্কার ২০২৩'-এর মনোনয়নের তালিকা। ভবিষ্যদ্বাণী আগেই করা হয়েছিল যে অস্কারে মনোনয়ন পেতে পারে 'নাটু নাটু'।  এবার সেই অনুমান সঠিক হল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১২ মার্চ। এবারের সঞ্চালক জিমি কিমেল। প্রসঙ্গত, ‘নাটু নাটু’-র সুরকার দিয়েছেন এমএম কিরাভানি। গানের কথা লিখেছেন চন্দ্রবোস । গত মঙ্গলবার ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের  জন্য মনোনীত সিনেমাগুলির নাম ঘোষণা করা হয়। এবার মোট ২৩টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা মৌলিক Screenplay, সেরা অভিনেতা ও অভিনেত্রী। এছাড়াও সেরা গান, সিনেমাটোগ্রাফি, Editing ও Visual effect বিভাগেও পুরস্কার দেওয়া হবে।
 
এই বছরের অস্কারে (Oscars) ভারত থেকে একটা নয়, বরং তিন-তিনটে মনোনয়ন মিলেছে। ফলে সমস্ত ভারতবাসীই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে 'অস্কার ২০২৩' মূল অনুষ্ঠানের। নাটু নাটু  ছাড়াও  সেন পরিচালিত তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes) পেয়েছে মনোনয়ন 'সেরা তথ্যচিত্র' (Best Documentary) বিভাগে। 'বাফটা ২০২৩' মনোনয়নও পেয়েছে এই ছবি। অন্যদিকে, 'সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)' বিভাগে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স ডকুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইসপারার'। এই তিনটিই ভারত থেকে মনোনীত হয়েছে।   
 উল্লেখ্য ,চলতি মাসেই Hollywood-র সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে  সম্মানিত হয় ‘নাটু নাটু’। সেখানেও সেরা মৌলিক সংগীত বিভাগে পুরস্কার জিতে নিয়েছিল এই গান। রাজামৌলির আরআরআর-এর হাত ধরে প্রথম ভারতীয় ছবি হিসাবে হলিউডের সবচেয়ে বড় সম্মান এসেছে দেশের মাটিতে। এবার অস্কারের জন্য ‘নাটু নাটু’ মনোনীত হওয়ায় প্রত্যাশা বাড়ছে। উল্লেখ্য, গত বছর মুক্তি পায় দক্ষিণের জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ব্লকব্লাস্টার সিনেমা  আর  আর আর । ভারতীয় বক্স অফিসেও ঝড় তুলেছিল এই ছবি। ব্যবসার নিরিখে সব ছবিকে ছাপিয়ে গিয়েছিল রাজামৌলির  আর  আর  আর । 'অস্কার ২০২৩'-এর 'অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছে, 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির 'অ্যাপ্লজ', 'টপ গান: মেভারিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ', 'আর আর আর' ছবির 'নাটু নাটু' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News