বৈষ্ণদেবী মন্দিরে প্রায় 12 জনের পদপৃষ্ট হয়ে মৃত্যু

banner

#Pravati Sangbad Digital Desk:

বছর শুরুতে বহু জনই গেছে তীর্থ ভ্রমণে। বছর শুরুতে বৈষ্ণোদেবী মন্দির ঠিক সেরকমই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে ছিল বছর শুরুর দিনে। ১ জানুয়ারি শনিবার ভোর পৌনে তিনটা থেকে লাইন পড়ে মন্দিরে যাওয়ার জন্য। ত্রিকুট পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দির। শনিবার ভোররাত থেকে মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য তিন নম্বর গেটে শয়ে শয়ে পূর্ণার্থীদের লাইন পড়ে। হঠাৎ করেই প্রচন্ড ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং সেই ভিড়ে ঠেলাঠেলিতে পদপৃষ্ট হয়ে মারা যান ১২ জন। আহত হয়েছেন প্রায় ১৫ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাহুল গান্ধী সবাই এ ঘটনার পর মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানান সোশ্যাল মিডিয়াতে। মৃতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানান জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল। আহতদেরকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপালও শোক প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। মৃতদের মধ্যে দুজন ছিলেন মহিলা। গোটা ঘটনা সম্পূর্ণভাবেই খুলে সংবাদমাধ্যমকে জানান জম্মু-কাশ্মীর এর ডিজিপি। তিনি বলেন যে লাইনে দাঁড়ানো কয়েকজন যুবক এর মধ্যে সেই সময় ঝগড়া হয় শুরু হয় তর্কাতর্কি এবং ধাক্কাধাক্কি। সেখান থেকেই ঠেলাঠেলি হয়ে পদপৃষ্ট হয়ে বহু মানুষ। পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রায় শেষ।

আহতদের খুব দ্রুত হারে উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি মুকেশ সিংহ। এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়াও ৪ জনের অবস্থার উন্নতি হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত ঘটনার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত দেওয়ার নির্দেশ করা হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

এই তদন্তের নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র সচিব ও জম্মু-কাশ্মীরে পুলিশের ডিজি ও ডিভিশনাল কমিশনার। গোটা পরিস্থিতির ওপর প্রধানমন্ত্রী নিজেও নজর রাখছে বলে জানিয়েছেন। এবং তিনি তার নিজের ত্রাণ তহবিল থেকে মৃতর পরিবার ২ লক্ষ টাকা করে দেবেন। আহতদের দেবেন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ। প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী চিকিৎসার সব দিকে নজর রাখছেন। তবে জানা যায় যে সাম্প্রতিক কালে মন্দিরের এই রকম দুর্ঘটনা আগে কখনো ঘটেনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News