কলকাতায় রেকর্ড ভাঙলো আজকের তাপমাত্রা

banner

#Pravati Sangbad digital Desk:

শীতের ঠান্ডায় রীতিমতো নাজেহাল অবস্থা সকলের। শীতের শুরুতে শহরে ঠান্ডার আমেজ না পেলেও এবারে জাকিয়ে বসেছে শীত। সকালে রোদ উঠলেও সূর্যের আলো কমতে না কমতেই শহরে বইছে শীতের হাওয়া। যেকোনো গরম বস্ত্রও হার মেনে যাচ্ছে এই ঠান্ডায়।

শীতের মরশুমের সবচেয়ে শীতলতম দিন আজ। কলকাতায় আজ ১০ ডিগ্রি তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ বছরের রেকর্ড ভাঙলো আজকের তাপমাত্রা। ২০১৮ সালে তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। 

এই আবহাওয়া চলবে রবিবার পর্যন্ত। শনিবার তাপমাত্রা কমে জোরালো শীত পরতে জেলায় জেলায়। উত্তরবঙ্গের দু-এক জেলায় ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। বাকি জেলায় সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ দেখা দিয়েছে।

চারিদিকে হু হূ করে বইছে উত্তরের হওয়া। এতে শীতের ঠান্ডা যেনো বেড়ে গেছে আরো। তবে রবিবারের পর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : পাপড়ি চক্রবর্তী