মহারাজের বায়োপিক আসছে,কবে শুরু শ্যুটিং, কে হবেন পর্দার মহারাজ

banner

#pravati sangbad Digital desk:

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, খুব শীঘ্রই আসছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। খবরটা অনেক আগেই চাওর হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কবে আসছে সেব্যাপারে কিছু জানা যায়নি। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান বায়োপিকের কাজে মুম্বইয়ে উড়ে গেলেন মহারাজ।

সঙ্গে ছিলেন বন্ধু সঞ্জয় দাস। আর বায়োপিক নিয়েই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ নিজেই খোলসা করেছেন বায়োপিক সহ আরও বেশকয়েকটি কাজে তিনি মুম্বই যাচ্ছেন। 

সৌরভ জানান, বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ শেষ, আর সেই চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। এর আগে সৌরভ জানিয়েছিলেন যখন সময় পান, ফোনে রেকর্ড করে করে তিনি চিত্রনাট্য লিখতে থাকেন। আর সেটা নিয়েই মুম্বইতে গিয়ে লভ প্রোডাকশনের সঙ্গে তাঁর আলোচনা হবে। লভ প্রোডাকশন অর্থাৎ পরিচালক লভ রঞ্জনের প্রযোজনা সংস্থা। সৌরভের কথায়, বেশ কয়েকমাস বায়োপিকের কাজ সেভাবে এগোয়নি। কারণ প্রোডাকশন হাউসের ব্যস্ততার পাশাপাশি তাঁর নিজের ব্যস্ততাও ছিল। তবে এবার তাঁর জীবন লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হওয়ার আগে পুরোটা ভালো করে বুঝে নিতে চান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

সে তো না হয় হল, তবে এখন প্রশ্ন বায়োপিকে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন? তার উত্তরে মহারাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আলোচনার পরই তা ঠিক হবে। তবে সৌরভ নিজে না বললেও কানাঘুষো শোনা যাচ্ছে তাঁর বায়োপিকে অভিনয় করতে পারেন রণবীর সিং। প্রযোজনা সংস্থা এবং সৌরভ দুই তরফেরই নাকি প্রথম পছন্দ রণবীর। যদিও এনিয়ে প্রযোজনা সংস্থা কিংবা সৌরভের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে আরও বেশকয়েকজনের নামও আলোচনায় রয়েছে বলে খবর। শোনা যাচ্ছে হৃত্বিক রোশনের নামও। 

এর আগে সে অর্থে বায়োপিক না হলেও এমএস ধোনিকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা, সচিন তেন্ডুলকরকে নিয়েও তৈরি হয়েছে তথ্যচিত্র, সম্প্রতি মিতালি রাজ, ঝুলন গোস্বামীকে নিয়েও সিনেমা তৈরি হচ্ছে, তাই সৌরভ অনুরাগীরা 'দাদা'র বায়োপিকের জন্য আর অপেক্ষা করতে রাজি নন। আর এটা নিয়ে এবার দাদা নিজেও যখন তৈরি, তখন আর বাধা কোথায়? এবার তাই শুধুই কাজ শুরুর অপেক্ষা। 

সৌরভ মানেই উত্থান পতনের নানা কাহিনি। গ্রেগ চ্যাপেল বিতর্কও রয়েছে তার মধ্যে। সৌরভের বায়োপিক কলকাতা ছাড়াও শুটিং হবে ভারতের নানা শহর ও বেশির ভাগই লন্ডনে হবে। সৌরভের কাছে কলকাতার পরে দ্বিতীয় শহর বলতে লন্ডন। তাই লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো থেকে শুরু করে অভিষেক টেস্টে সেঞ্চুরি, সব মিলিয়ে দারুণ এক সিনেমা উপহার পাবেন ক্রীড়াপ্রেমীরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News