রেকর্ডের পথে পাঠান, প্রথম সপ্তাহেই ৩০০ কোটি আনতে পারে শাহরুখের ছবি

banner

#Pravati Sangbad Digital Desk:

শুরু হয়ে গিয়েছে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের পাঠান ছবির অ্যাডভান্সড বুকিং। ২০ জানুয়ারি শুক্রবার থেকে তা শুরু হওয়ার কথা ছিল। তবে খুলে যায় তাঁর একদিন আগেই। ইতিমধ্যেই দেশের অন্যতম বড় সিনেমা চেইনগুলি ১ লক্ষের বেশি টিকিট বুক করেছে। ট্রেড এক্সপার্টসদের মতে, প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি সংগ্রহের জন্য প্রস্তুত পাঠান।
চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৮ সালে জিরো-র পর ফের বড় পর্দায় কিং খান। নতুন বছরে প্রথম মেগা ছবি পাঠান। মুক্তির আগে নানা বিতর্কের মাঝে ইতিমধ্যে অগ্রিম বুকিংয়ে রেকর্ড করেছে পাঠান। নানা টানাপড়েনর পরও নির্মাতারা এই রেকর্ড দেখে জোর পাচ্ছেন। ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে অগ্রিম বুকিং। আর তাতেই দেখা যাচ্ছে ইতিমধ্যে ১ লক্ষ ৭১ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সিনেমা ব্যবসায়ীদের অনুমান, পাঠান মুক্তির দিন ৪০ থেকে ৫০ কোটি টাকার ব্যবসা করবে। বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগবে না কিং পাঠানকে।
রিপোর্ট অনুযায়ী, প্রথমদিনের শো-এর জন্য ১ লক্ষ ৭১ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। পিভিআর বিক্রি করেছে ৫১ হাজারটি টিকিট, আইনক্স বিক্রি করেছে ৩৮ হাজার ৫০০টি টিকিট ও সিনেপলিস বিক্রি করেছে ২৭ হাজার ৫০০টি টিকিট। যেভাবে পাঠান ছবির অগ্রিম বুকিং চলছে তাতে আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করছে ছবি ব্যবসায়ীরা। কারণ এর আগে অগ্রিম বুকিংয়ের বাহুবলী ২, কেজিএফ ২ এবং ওয়ার-এর মতো ছবিগুলি এগিয়ে ছিল। বাহুবলী ২ প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে ৬.৫০ লক্ষ টিকিট বিক্রির রেকর্ড করেছিল। তারপরই ছিল কেজিএফ ২। প্রায় ৫.২৫ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি করে দ্বিতীয় স্থানে ছিল কেেজিএফ ২। তৃতীয় স্থানে ছিল হৃত্ত্বিক ও টাইগারের ওয়ার। ৪.০৫ লক্ষ অগ্রিম টিকি ট বিক্রি করছিল সেই ছবি।
ট্রেড অ্যানালিসিস্ট অতুল মোহন শেয়ার করেছেন যে প্রথম দিনের জন্য অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ৯০ হাজারটি টিকিট বিক্রি হয়েছেষ পিভিআর ৩৫ হাজার ও আইনক্স ৩০ হাজার টিকিট বিক্রি করেছে। সিনেপলিস বিক্রি করেছে ২৫ হাজার টিকিট। আপাতত ১৯ জানুয়ারি রাত ৯টা অবধি হিসেব এটি। 

হিন্দুস্তান টাইমসকে অতুল বলেন, ‘প্রবণতা হল যে প্রথম দিনে অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হয় এবং তারপর কমে। আমরা এটুকু বলতে পারি শোগুলো ভালো। সিনেপোলিস, পিভিআর, আইনক্সের মতো চেইনে পাঠানকে পাঁচটির মধ্যে চারটি স্ক্রিন দেওয়া হয়েছে।’ রিপোর্ট অনুসারে, সিনেমাটি ইতিমধ্যেই ১৫ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। ফিল্ম এক্সিবিউটর অক্ষয় রথিরও বিশ্বাস পাঠান প্রথম সপ্তাহেই ১০০-১৫০ কোটির ঘর ছুঁয়ে ফেলবে। সঙ্গে পাঁচ দিনের যে টানা ছুটি এই সিনেমা পাবে তা শাপে বর হবে।
প্রযোজক ও ফিল্ম বিজনেস অ্যানালিসিস্ট গিরিশ জোহর বলেন, ‘বক্স অফিস খুব ডায়নামিক। প্রথম দিনের ও দ্বিতীয় দিনের প্রথমার্ধের অগ্রিম বুকিং করে ফেলেছে। গত বছর সিনেমার যা অবস্থা ছিল তা ভেঙে দিয়েছে পাঠান। যদি সব ঠিক থাকে সপ্তাহের শেষে বিশ্বব্যপী ৩০০ কোটি ছাড়িয়ে যাবে, ভারতে হবে ১৭৫ থেকে ২০০ কোটি।’ যেদিকে এগোচ্ছে তাতে এই ছবিকে ঘিরে আশার আলো দেখছেন সকলেই। রিপোর্ট বলছে, এ ভাবেই যদি এগোতে থাকে তা হলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকার বক্স অফিসে ব্যবসা করব পাঠান। সে ক্ষেত্রে শুধু ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে পাঠান। ছবিটি টুডি ছাড়াও আইম্যাক্স, ফোর ডিএক্স, ডিবক্স ভার্সানে দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে পাঠান।
তবে এই বিপুল আর্থিক সমগ্রহের একটা বড় কারণ হল পঠানের টিকিটের মূল্য বেশ বাড়ানো আছে। তবে এটা অস্বীকার করা যায় না যে আছে শাহরুখ ম্যাজিকও। চার বছর ১ মাস পর পরদায় ফিরবেন কিং খান। শেষ তাঁকে দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের জিরোতে। সঙ্গে এই ছবিতে একদম না দেখা অ্যাকশন মুডে আসবেন দীপিকাও। নায়ক জন এখানে ভিলেন। সলমন খানের কেমিও করার কথা আছে। সব মিলিয়ে জোরকা ঝটকা, তবে তা ধীরে নয় লেগেছে জোরসেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News