অভিনয় থেকে অবসর সব্যসাচীর, সিদ্ধান্ত নিয়ে কী বললেন ছেলে

banner

#Pravati Sangbad Digital Desk:

‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। সম্প্রতি ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সেদেশের সংবাদমাধ্যমের কাছে এমনটাই মন্তব্য করেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। আর পর্দার 'ফেলুদা'র আচমকা এমন মন্তব্যে হতবাক অনেকেই। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত জনপ্রিয় অভিনেতার? তবে কি কোনও চাপা অভিমান? যদি সব্যসাচী চক্রবর্তীর স্পষ্ট জবাব, ‘কোনও অভিমান নেই, বুড়ো হয়ে গিয়েছি, কোভিডে আক্রান্ত হয়েছিলাম, আমি অসুস্থ, আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর 'ফেলুদা' হিসেবে যদি কাউকে পছন্দ করে থাকে বাঙালি, তাহলে তিনি এই ব্যক্তিত্ব। তবে আচমকা পর্দার 'ফেলুদা'কে (Feluda) এদিন এই ধরনের কথা বলতে শুনে হতবাক হয়েছেন তাঁর ভক্তরা। শোরগোল পড়ে যায় চারিদিকে। 
গত শনিবার থেকে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব শুরু হয়েছে। উত্‍সবে উদ্বোধনী ছবি ছিল 'জেকে ১৯৭১'। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী। ছবির প্রদর্শনে উপস্থিত ছিলেন তিনি। 'আনন্দবাজার অনলাইন'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্‍সবে উপস্থিত হয়ে ঢাকার সংবাদমাধ্যমকে অভিনেতা অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, 'আমি আর অভিনয় করতে চাই না। বয়স হয়েছে। এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত'। আগামী দিনে নিজের ইচ্ছেমতো জীবন কাটাতে চান তিনি।
তবে 'জেকে ১৯৭১'-এর পর এবার আর কোন ছবিতে তাঁকে দেখা যাবে? সেপ্রশ্নের উত্তরে সব্যসাচী চক্রবর্তী বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানান, আপাতত কোনও ছবিতে নাম লেখাতে চান না তিনি, বয়স বেড়েছে তাই অবসর নিতে চান। তবে নিজের দীর্ঘ কেরিয়ারে বড় প্রাপ্তি হিসেবে 'ফেলুদা'র কথাই উল্লেখ করেন অভিনেতা। 
এনিয়ে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে গৌরব চক্রবর্তীও এক সংবাদ-মাধ্যমকে জানান, তাঁর কাছেও এখনও স্পষ্ট নয়, বাবা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘জেকে ১৯৭১’ ছবির গল্প ২৮ বছর বয়সী এক দুরন্ত সাহসী যুবককে নিয়ে। যিনি কিনা একজন ফরাসি নাগরিক, নাম জ্যঁ ক্যুয়ে। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন । তাঁর ব্যাগে বোমা ও হাতে বন্দুক। বিমানটিকে রানওয়েতে পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। উদ্দেশ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া। সেই ফরাসি যুবককে নিয়ে তৈরি হয়েছে ‘জেকে ১৯৭১’। দাবি করা হচ্ছে সেটাই বাংলাদেশে তৈরি ‘মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা।’ আর এই ছবিতেই ছবিতে এক পাকিস্তানি পাইলটের চরিত্রে অভিনয় করেছেন ‘ফেলুদা’ খ্যাত সব্যসাচী চক্রবর্তী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News