Miss Universe 2022-জিতলেন আমেরিকার আর'বনি গ্যাব্রিয়েল

banner

#Pravati Sangbad digital Desk:

অবশেষে প্রতীক্ষার অবসান। রবিবার সকালে ছিল অনুষ্ঠিত ৭১ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। যেখানে বিজয়ীর মুকুট একেবারে ছিনিয়ে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী আর বনি গ্যাব্রিয়েল। বিজয়ীকে সেরার সেরা মুকুট পরিয়ে দিয়েছেন, মিস ইউনিভার্স ২০২১ হরনাজ সান্ধু।

২০২২ সালের এবারের মিস ইউনিভার্স আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। ৭১তম মিস ইউনিভার্স এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের ৮৩ জন সুন্দরী।

সব সুন্দরীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেয় মার্কিনি এই সুন্দরী। তাই আর’বনির কাছে আজ ১৫ জানুয়ারি ( রোববার) সময়টা ছিল অন্যদিন থেকে একদমই আলাদা।

প্রতিযোগিতার ৭১ তম সংস্করণে, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভেনেজুয়েলার আমান্ডা দুদামেল। দ্বিতীয় রানার আপ হয়েছেন, ডমিনিকান প্রজাতন্ত্রের আন্দ্রেনা মার্টিনেজ। এদিন বিশ্বসুন্দরীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে নিউ অর্লিন্সের আর্নেস্ট এন. মরিয়াল কনভেনশন সেন্টারে। সারা বিশ্ব থেকে মোট ৮০ টির বেশি প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। যেখানে ভারত থেকে প্রতিনিধিত্ব করেন, ২৫ বছর বয়সী দিভিতা রাই। যিনি শীর্ষ ১৬ তম স্থান দখল করেছিলেন, কিন্তু সেমি ফাইনাল থেকেই ছিটকে যান দিভিতা। 

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে দেশকে প্রতিনিধিত্ব করার একাধিক ছবি ভাইরাল হয়েছিল দিভিতার। কিন্তু ভারতের অংশগ্রহণ শীর্ষ ১৬ তম স্থানেই সীমাবদ্ধ ছিল। কারণ তিনি শীর্ষ পঞ্চমস্থান অর্জন করতে ব্যর্থ হন। তবুও, তিনি যে, চূড়ান্ত প্রতিযোগিতায় প্রবেশ করেছিলেন সেটাই ভারতকে গর্বিত করে। এদিন মিস ইউনিভার্সের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আর বনি গ্যাব্রিয়েলকে একটি জমকালো গাউনে অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তিনি নিজেকে একটি ক্রিস্টাল-ঢাকা গাউন এবং আকর্ষণীয় গয়নায় মুড়িয়েছিলেন। ২৮ বছর বয়সী মিস ইউনিভার্স আর 'বনি গ্যাব্রিয়েল, পেশায় হিউস্টন, টেক্সাসের একজন ফ্যাশন ডিজাইনার। তাঁর বাবা ফিলিপিনো, তাঁর মা আমেরিকান। তিনি তাঁর বহুমুখী প্রতিভা, জ্বলন্ত বিকিনিতে অবতীর্ণ হয়ে বিচারকদের প্রতিটি মুহূর্ত মুগ্ধ করেছেন। প্রায় এগারো বছর পর নিজের দেশকে 'মিস ইউনিভার্স' খেতাব এনে দিলেন বনি গ্যাব্রিয়েল।

মিস ইউএসএ 2022 এবং মিস ইউনিভার্স 2022 আর'বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। নিজের পোশাকের স্টার্টআপ R'Bonney Nola-এর সিইও তিনি। 

চূড়ান্ত প্রশ্ন যা মিস ইউএসএ ২০২২-এর জেতার পথ মসৃণ করেছিল তা হল, ‘যদি আপনি মিস ইউনিভার্স জেতেন তাহলে কীভাবে একটি ক্ষমতায়ণ ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবে?’ যার জবাবে গ্যাব্রিয়েল জানান, ‘আমি একজন সমাজ পরিবর্তনকারী নেতা হতে চাই। ১৩ বছর ধরে আমি সেলাই-শিল্পের সঙ্গে যুক্ত। দূষণ কমাতে আমি নিজের কাজে পুনর্ব্যবহৃত উপকরণকে ব্যবহার করি। মানব পাচার এবং গার্হস্থ্য হিংসে থেকে বেঁচে আসা মহিলাদের আমি সেলাইয়ের ক্লাস দেই। কারণ আমি বিশ্বাস করি অন্যের উপর, তোমার সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে তবেই বদল আসবে। আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে। আর যখন সেটাকেই ছড়িয়ে দেই, তখনই পরিবর্তন আসে।’

চলতি বছরে মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দিভিতা রাই। ২৩ বছরের সুন্দরী দিভিতার বাড়ি কর্ণাটকে। ২০২২ সালে তিনি মিস ডিভা ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি আর্কিটেক্ট। ব্যাডমিন্টন, বাস্কেটবল, পেইন্টিং, গান শোনা এবং খেলাধুলোও করতে পছন্দ করেন। দিভিতা ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করেছিলেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News