বুস্টার ডোজ মিলবে কবে, প্রশ্ন সর্বত্র

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ব জুড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে করোনা আর তার নতুন সংযোজন ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসেই জানিয়েছিল এই নতুন প্রজাতির উদ্ভবের কথা। দক্ষিণ আফ্রিকায় এই নতুন প্রজাতির জন্ম। ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৭৭ টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, তবে এই ভ্যারিয়েন্ট অতি সংক্রামক হলেও বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না, এই ভ্যারিয়েন্টের প্রভাবে মৃত্যুর খবরও খুব কম।  তবে বিশ্ব জুড়ে যতই এই নতুন প্রজাতির সংক্রমণ বাড়ছে ঠিক ততই জোড়ালো হচ্ছে করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজের দাবি। ভারতের মতো দেশে ওমিক্রন তৃতীয় ঢেউ আনতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে ২শরা ডিসেম্বর বেঙ্গালুরুতে আর তার ২০ দিনের মাথায় সংখ্যাটা এক লাফে ২০০ পার করেছে। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন করোনার ডেল্টা প্রজাতির থেকে এই নতুন প্রজাতির সংক্রমণ ক্ষমতা প্রায় দ্বিগুণ। তবে যারা এখনও পর্যন্ত এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত তাদের মধ্যে অধিকাংশ রোগীর কোন উপসর্গ নেই, তাই তাদের চিহ্নিত করা খুব দরকার। উপসর্গ না থাকার কারনেই সরকারের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।

এখন প্রশ্ উঠতে শুরু করেছে কেন কেন্দ্র সরকার এখনও পর্যন্ত বুস্টার ডোজ নিয়ে মুখ বন্ধ করে রেখেছেন? এ নিয়ে কেন্দ্র সরকারকে বিরোধীদের কটাক্ষের স্বীকার হতে হয়েছে। কংগ্রেস নেতৃত্বসহ একাধিক বিরোধীদের অভিযোগ ২০২১ সালের মধ্যেই সমস্ত দেশবাসীকে টীকা দেওয়ার কথা ছিল, তাই এখনও পর্যন্ত শেষ করতে পারেনি কেন্দ্র সরকার বুস্টার ডোজ তো পরের কথা। নীতি আয়োগের সদস্য বিনোদ পাল জানিয়েছেন, অনেকেই যুক্তি দেখাচ্ছেন ওমিক্রন খুব একটা ক্ষতি করতে পারে না অনেক মৃদু উপসর্গ তার, তাই অযথা ভয় পাওয়ার দরকার নেই।  তবে ভাইরাস বিশেষজ্ঞদের দাবি মৃদু উপসর্গ হলেও কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি, ভিড় এরিয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা। কোভিড বিধি না মানলে এর পরিমান ভয়ঙ্কর হতে পারে সতর্ক করেছেন তারা। দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বাইলারি সায়েন্স ডিরেক্টর এস কে সারিন বুস্টার ডোজের দাবি জানিয়েছেন এছাড়াও দিল্লির এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষেরও একই দাবি। তাদের মতে স্বাস্থ্য কর্মীদের এবং প্রথম সারির যোদ্ধাদের আগে বুস্টার ডোজ দেওয়া উচিত। অন্য দিকে বড়দিন এবং বর্ষবরণের রাতে অবাধ বিচরণে নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক সরকার সেই সাথে একই পথে হেঁটেছে দিল্লির আম আদমি পার্টির সরকারও। তবে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তার মতে এখনই দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হলে যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজ হয়নি তাদের টিকা করণের গতি থমকে যাবে।

এদিন ওমিক্রন আটকানোর জন্য বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সমস্ত রাজ্যের স্বাস্থ্য সচিবদের সাথে কথা বলেন তিনি, রাজ্য গুলির স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। তবে অনেকের আশঙ্কা নতুন বছরের শুরুতেই বুস্টার ডোজের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News