পাহাড় সফরে একসাথে দেখা মিললো তথাগত ও বিবৃতির !

banner

#Pravati Sangbad digital Desk:

হিমাচলের স্পিতি ভ্যালিতে দেখা মিললো বিবৃতি চট্টোপাধ্যায়ের। তবে পাহাড় ঘেরা হিমাচলে একা ছিলেন না তিনি, সঙ্গে ছিলেন এক পুরুষ। সে পুরুষ সম্ভবত পরিচালক তথা অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। ফিরতে চলেছে তথাগত - বিবৃতির জুটি।

' ভটভটি ' - র পর তথাগত মুখোাধ্যায়ের ছবিতে আবারও মুখ্য ভূমিকায় থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায়। এবারেও পরিচালক ও নায়িকার ভূমিকায় দেখা যাবে তাদের। তাঁর নতুন ছবি 'গাকি' - তে মুখ্য ভূমিকায় থাকছেন বিবৃতি। ছবির শুটিং হয়েছে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায়।

শুধু তথাগত - বিবৃতি নয়, প্রায় সাত বছর পর আরো এক পুরনো জুটির দেখা পাওয়া যাবে বড়ো পর্দায়,  বিবৃতি ও বিশ্বাবসু বিশ্বাস। সাত বছর আগে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এক বিজ্ঞাপনী ছবি ' পুজো এল ফিরে '-তে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। 

ছবিতে রয়েছেন বহু বিশিষ্ঠ অভিনেতারা। বিভিন্ন ভূমিকায় রয়েছেন  অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। সকলের শ্যুট হয়েছে কলকাতাতেই ,কেবল বিবৃতি ছাড়া। ছবিতে রয়েছেন স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, ঋতুপর্ণা, শুভশ্রী দত্ত ও তথাগত।

তথাগত ও বিবৃতির সম্পর্ক নিয়ে গুজব রয়েছে বহুবার। এবারের ছবিতেও মুখ্য ভূমিকায় দিয়েছেন বিবৃতিকে। ' ভটভটি ' - তে বিবৃতির কাজ প্রশংসনীয় বলে জানিয়েছেন তথাগত। তিনি আরো জানান , ব্যাক্তিগত কোনো কিছুর প্রভাব কাজের উপর আসা উচিত নয়। কলকাতায় এই ছবির ক্যামেরার কাজ করেছেন উত্তরণ দে। তবে স্পিতিতে শ্যুট করেছেন তথাগত। 

স্পিতিতে শ্যুট করা নিয়ে পরিচালক বললেন, " স্পিতি ভ্যালি আমার দেখা পৃথিবীর সেরা তিনটি জায়গার মধ্যে একটি। লোকে যেই অংশগুলো আবিষ্কারই করেনি, সেখানে আমি ক্যামেরা ধরেছি। প্রবল ঠান্ডা হাওয়ায় শ্যুট করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তাও করেছি। ক্যামেরা কাঁধে নিয়ে দুর্গম জায়গায় গিয়ে ছবির শ্যুটিং করেছি। আমার জন্য এ একেবারে নতুন অভিজ্ঞতা। আমার আর বিবৃতির যে ছবি দেখা গিয়েছিল, যা নিয়ে চর্চা হয়েছে, তা সবই এই সিনেমার জন্যেই "।

' গাকি ' বৌদ্ধধর্মের একটি ভূত। তিব্বত ও ভারতে তাকে ' হাংরি ঘোস্ট ' বলা হয়। ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায় বলেন , '' নগরকেন্দ্রিক সভ্যতায় যে মানুষগুলিকে দেখছি, তাঁদেরকেই তুলে এনেছি চরিত্রে। যে মানুষগুলি বড্ড নিরুত্তাপ তাঁদের মূল্যবোধ নিয়ে। নিজের স্বার্থপূরণের জন্য যেকোনো ম্যানিপুলেশনে তাঁরা রাজি। সেই মানুষগুলির মধ্যেই এসে পড়ে এই গাকি, ভূত। তার পরে গল্প এগোয় "।

স্পিতি ঘুরতে যায় ইতিহাসের ছাত্রী তানিয়া। সেখানে এক গুহা থেকে আর্টিফ্যাক্ট জোগাড় করে কলকাতায় আনে তানিয়া। এরপর থেকেই শুরু হয় কিছু ভৌতিক কান্ড। এখানে তানিয়ার ভূমিকায় রয়েছে বিবৃতি। স্পিতির এক বৌদ্ধিক গুহায় প্রায় এক সপ্তাহ ধরে শ্যুট হয়েছে ছবিটির। 

ছবির পোস্টার মুক্তি পেয়েছে মঙ্গলবার। সেখানে দেখা গিয়েছে বিবৃতির ছবি। ছবির শুটিং শেষ হয়ে গেছে প্রায়। ইতিমধ্যেই জানা যাচ্ছে এপ্রিল মাসে মুক্তি পেতে পারে তথাগতর পরিচালনায় তৈরি ছবি ' গাকি '।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News