দুর্ঘটনার পর কিছু লোক পন্তকে সাহায্য না করে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়

banner

#Pravati Sangbad digital Desk:

টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন। মাংলাউরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে পন্তের বিএমডব্লিউ গাড়িটি। দুর্ঘটনার পরেই পন্তের গাড়িতে আগুন লেগে যায়। গাড়ির কাচ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন পন্ত। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ঋষভ পন্ত।

কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, ‘দুর্ঘটনার পর কিছু লোক পন্তকে সাহায্য না করে তার টাকা নিয়ে পালিয়ে যায়। আবার কিছু ভিডিও বানাতে ব্যস্ত। আবার এমন একটি ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, রাস্তার যে লেনে পন্তের গাড়ি জ্বলছিল তার পাশের লেন দিয়ে গাড়ি যাচ্ছিল।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, “দুর্ঘটনার পর পন্ত নিজেই গাড়ির দরজা খুলে বের হয়ে আসার চেষ্টা করেন। কিন্তু কি করবে বুঝে উঠতে না পেরে সম্ভবত গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসেন তিনি, মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে সাহায্য না করে কয়েকজন যুবক তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ব্যাগটি সম্ভবত টাকারই ব্যাগ।”

ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ঋষভ পন্তের বিএমডব্লিউ গাড়ি দিল্লি থেকে রুরকি আসার সময় বড় দুর্ঘটনার কবলে পড়ে। মাংলাউরের কাছে তাঁর গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়। গাড়িতে ঋষভ একাই ছিলেন, নিজেই চালাচ্ছিলেন সেই গাড়ি। যেখানে ক্রিকেটার ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখানে সেই সময়ে বেশ খালি ছিল।

ঋষভ পন্তের কপালে ও পায়ে আঘাত লেগেছে এবং তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নরসান সীমান্তে যে স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কুশল বীর জানিয়েছেন, ঋষভ পন্ত যখন দিল্লি থেকে রুরকির দিকে আসছিলেন, তখন আচমকা তাঁর গাড়িটি মাটির বিশাল স্তূপের সঙ্গে ধাক্কা মারে। এরপর গাড়িটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং গার্ডেলের পিলার ভেঙে প্রায় ২০০ মিটার ঘষে সামনে চলে যায়। এ সময় গাড়িটি বেশ কয়েকবার উল্টে গিয়েছিল এবং গাড়িটিতে আগুন ধরে যায়।

পুলিশকে খবর দিলে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে গাড়ি দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্তের যথাযথ চিকিত্‍সার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ঋষভ পন্তের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাঁর চিকিত্‍সার সমস্ত ব্যয় রাজ্য সরকার বহন করবে। এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে সেটিরও ব্যবস্থা করতে হবে।

তারইমধ্যে ঋষভের টাকা চুরির যে দাবি করা হচ্ছিল, তা খারিজ করে দিয়েছে পুলিশ। এক পুলিশ অফিসার বলেছেন, 'এরকম কোনও ঘটনা সামনে আসেনি। পন্ত এরকম কিছু জানাননি। আমরা যে ৪,০০০ টাকা উদ্ধার করেছি, সেটা তাঁকে দিয়ে দিয়েছি।'

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News