তুরস্কের ভূমিকম্পে রক্ষা পাননি,মৃত্যু হল ঘানার ফুটবলার আতসুর

banner

#Pravati Sangbad Digital Desk:

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ার আতসুকে। এমন খবরই ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার জানা গেল, ভূমিকম্পের পরে বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর মৃত্যু হল তাঁর। আতসুর এজেন্টই এই খবর নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের কবলে পড়ার আগে ম্যাচ খেলেছিলেন আতসু। হাতাইস্পোরের হয়ে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামেন তিনি। গোলও করেন আতসু। তাঁর গোলেই কাসিমপাসাকে হারায় হাতাইস্পোর। সমর্থকদের নয়নের মনি হয়ে ওঠেন তিনি। ম্যাচ জয়ের রেশ মিটতে না মিটতেই ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়েন তিনি।

কয়েক দিন নিখোঁজ থাকার পর তাঁকে উদ্ধার করা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর এজেন্ট জানান, সেই খবর মিথ্যে। হাতাইয়ে থেকে আতসুর বাড়ির লোকেশন ট্র্যাক করেছিলেন তাঁর এজেন্ট। জানা যায় সেই বাড়ি ভূমিকম্পের কবলে পড়ে। সেখান থেকে শুধু মাত্র একজোড়া জুতো উদ্ধার করা হয়। অবশেষে আতসুর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।


আতসুকে খুঁজতে তাঁর ক্লাব হাতাইস্পোর পরিবারের পাশে দাঁড়াইনি বলে অভিযোগ তুলেছেন মৃত ফুটবলারের এজেন্ট। তিনি বলেন, 'খুবই দুর্ভাগ্য যে আতসুকে খোঁজার কোনও চেষ্টাই করেনি তুরস্কের ক্লাবটি। স্থানীয় ক্লাবটি যদি সাহায্য করত ওকে খুঁজে বের করার, তাহলে অনেক সহজ হত।' তিনি আরও জানান, নয় দিন হয়ে যাওয়ার পরও আতসুর কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষে ওই বাড়িটির ধ্বংসস্তূপের থেকেই আতসুর দেহে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তিনি আতসুর পরিবারের সঙ্গে রয়েছেন।

উল্লেখ্য, তুরস্কের ভয়ংকর ভূমিকম্পে অন্তত ৪৪ হাজার মানুষের প্রাণ গিয়েছে। তবে উদ্ধার কাজ শেষ বলেই জানা গিয়েছে। দেশে ফিরছে ভারতের তরফে পাঠানো উদ্ধারকারী দলও।

অন্যদিকে তাঁর শেষ ক্লাব হাতাইস্পোরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিশ্চিয়ানের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাঁর দেশ ঘানায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সোশ্যাল মিডিয়ায় ক্লাব কর্তৃপক্ষ লেখেন, 'আমাদের ক্লাবের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপে প্রাণ হারিয়েছে। তাঁর শেষকৃত্যের জন্য দেহ ঘানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। আমাদের দুঃখ বর্ণনা করার জন্য কোনও শব্দ নেই। শান্তিতে বিশ্রাম নাও আতসু।'



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News