বন্ধুদের সঙ্গে নামলেও সাঁতরে নদীর পাড়ে উঠে আসতে পারল না একাদশ শ্রেণির ছাত্র

banner

#Pravati Sangbad Digital Desk:

পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল গত বছর। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবশেষে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা করছে শিক্ষা দফতর। কবে? চলতি শিক্ষাবর্ষ থেকেই। শুধু তাই নয়, পোর্টাল দেখভালের জন্য গঠন করা হল ১০ সদস্যের কমিটি। সূত্রের খবর, চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হবে এই নিয়ম। উল্লেখ্য, এই পরিকল্পনা গত বছরই ছিল। কিন্তু তা শেষ অবধি করে উঠতে পারেনি শিক্ষা দফতর। তবে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কথা ঘোষণা করে দিল শিক্ষা দফতর। এমনিতে রাজ্যের সমস্ত কলেজেই অনলাইনে আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া চলে। এবারও ঠিক তেমনটাই হবে। ১ মার্চ নয়, ৬ মার্চ। উচ্চমাধ্যমিকে অ্যাডমিট বিতরণের সময় পিছিয়ে গিয়েছে। ১৪ মার্চ থেকে শুরু পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর যাঁরা স্নাতকে ভর্তি হবে, তাদের অবশ্য ফর্মের লাইনে দাঁড়াতে হয় না। রাজ্যের সমস্ত কলেজেই এখন আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া চলে অনলাইনে। এবার তেমনটাই হবে, তবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে। তবে গোটা বিষয়টাই হবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে। এই পোর্টাল দেখভালের জন্য গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি কমিটিও। প্রসঙ্গত, ২০২২ সালে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে গিয়েছিল রাজ্য শিক্ষা দফতর। যেহেতু গতবার হাতে বেশি সময় ছিল না, ফলে ঠিকভাবে পোর্টালটি তৈরি করা যায়নি। তাই এবার শুরু থেকেই বিষয়টি বাস্তবায়িত করতে আটঘাট বেঁধেই নেমেছিল দফতর।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News