প্রকাশিত হল UGC NET - ২০২৩ পরীক্ষার দিনক্ষণ, জেনে নিন কীভাবে করবেন অনলাইনে আবেদন

banner

#Pravati Sangbad digital Desk:

আগামী বছরের ইউজিসি নেট   ২০২৩  পরীক্ষার  দিনক্ষণ  ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা এনটিএ (NTA) ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে  ২১  ফেব্রুয়ারি থেকে ৷ চলবে  ১০ মার্চ পর্যন্ত ৷৮৩টি বিষয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা  নেওয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের যোগ্যতা নির্ধারণ করা হবে। সংবাদ সূত্র মাধ্যমে  জানা  গিয়েছে,  দুটি শিফটে সংশ্লিষ্ট পরীক্ষাটি সম্পন্ন হবে। প্রথম শিফট হল সকাল   ৯ টা থেকে দুপুর   ১২টা এবং দ্বিতীয় শিফট হল বিকেল    ৩ টে  সন্ধে   ৬ টা পর্যন্ত। একইসঙ্গে পরীক্ষাটিতে প্রার্থীদের দুটি পেপারই অবজেকটিভ ধরনের মাল্টিপেল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার্থীরা ইংরেজি এবং হিন্দি দুটি মাধ্যমেই পরীক্ষা দিতে পারবেন।

 সংবাদমাধ্যম সূত্রের  খবর , ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের  চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, ইউজিসি-নেট পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এনটিএ-কে। 

বৃহস্পতিবার থেকেই সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের জন্য অনলাইন আবেদন গ্রহণ করা শুরু  হয়েছে । 

 জগদেশ কুমার বলেছেন, “এনটিএ জেআরএফ-এর জন্য ইউজিসি-এনইটি-এর ডিসেম্বর সংস্করণ পরিচালনা করবে এবং সিবিটি মোডে ৮৩টি বিষয়ে সহকারী অধ্যাপকের যোগ্যতা নির্ধারণ করবে। ২৯ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদনগুলি গ্রহণ করা হবে। ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত পরীক্ষাগুলি গ্রহণ করা হবে।”

ইউজিসির সরকারি ওয়েবসাইট, ugcnet. nta.nic.in-এ গিয়ে এই বিষয়ে ইউজিসির সরকারি বিজ্ঞপ্তি দেখা যেতে পারে। যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটেই পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

এবার দেখে নিন কীভাবে এই আবেদনপত্র পূরণ করবেন?

১) প্রথমে আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।

২) যেখানে UGC NET  ২০২৩  এর জন্য আবেদন করার কথা নির্দেশ করা হয়েছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। এরপর যে নির্দেশগুলি থাকবে সেগুলি ক্রমাণ্বয়ে পূরণ করতে হবে।

৩) প্রথমে আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজের নামটি সঠিকভাবে পূরণ করতে হবে।

৪) নিজেদের ক্রেডেন্শিয়াল ব্যবহার করে লগইন করতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে

৫) আবেদনপত্র পূরণ করার সঙ্গেই নির্দিষ্ট কিছু নথি দিতে হবে। এক্ষেত্রে নথিগুলিকে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে।

৬) এরপর আবেদনপত্রের  জন্য  নির্দিষ্ট  মূল্য   প্রদান করতে হবে।

৭) সেই আবেদনপত্র পূরণ করার পরে, আবেদনপত্রের  মূল্য  জমা দেওয়ার পরেই তা সাবমিট করা যাবে। তবে ঠিকানা সহ অন্যান্য বিবরণ যথাযথ রয়েছে কি না তা আরও একবার পরখ করে নেওয়াটা জরুরী। এরপরই আবেদনপত্র সাবমিট করতে পারেন। 

 ৮)আবেদনপত্র জমা দেওয়ার পরে একটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News