শীতেও 'উষ্ণ' কলকাতা, তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

দুই বিপরীত ছবি। প্রবল শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠান্ডা উত্তর ভারতে। আর এদিকে ডিসেম্বরেও 'উষ্ণ' বাংলা। ভরা শীতের মরসুমেও ঠিক যেন শীতের দেখা নেই। ডিসেম্বরের শেষেও গরম বাড়ছে। কনকনে হিমেল হাওয়া যেন বেছে নিয়েছে উত্তর ভারতকেই, আর বঞ্চিত করেছে বাংলাকে।

রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও পারদ নেমে যায় ৩ ডিগ্রিতেও। স্বাভাবিকের চেয়ে যা ৪.৯ ডিগ্রি কম। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। এই রাজ্যগুলিতে বর্তমানে গড় তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস।

সেই ২০০৪ সালে উষ্ণ ডিসেম্বর দেখেছিল রাজ্যবাসী। সে বছরও ডিসেম্বরের শেষ লগ্নে এসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর এ বছরও ঠিক তেমনই হয়েছে। আজ মঙ্গলবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি উপরে। ডিসেম্বর মাসটা শীতকাল না গরমকাল, সেটাই বোঝা যাচ্ছে না। মাঝেমধ্যে হাল্কা ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু ওই পর্যন্তই। শীতের শিরশিরানি যেন বেমালুম উধাও হয়ে গেছে রাজ্য থেকে।

মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতে এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে। দিল্লি, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘণ্টায় প্রবল শৈত্যপ্রবাহ হতে পারে।

এ দিকে উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও বাংলায় শীতের দেখা নেই বললেই চলে। গত কয়েক দিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বড়দিনে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই উধাও হয়েছে শীত। সোমবারও কলকাতার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। তবে সপ্তাহের শেষে রাজ্যে শীত ফিরতে পারে বলে আশাবাদী আবহবিদরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News