"১০০ কোটি টাকার প্রয়োজন, সাহায্য চাই ..." বললেন অরিজিৎ সিং

banner

#Pravati sangbad Digital Desk:

বর্তমান সময়ে শুধু দেশ নয়, বিদেশ ও মজেছে যার গলায়, যার সুরে মানুষ ভুলে যায় সব কষ্ট ,যার গানের কাছে পরাজিত হয় সমস্ত মানসিক অবসাদ,তিনি আর অন্য কেউ নন,তিনি হলেন এই বঙ্গের সন্তান অরিজিৎ সিং।বলিউড এ তার গাওয়া প্রথম গান ছিল মিথুন এর সঙ্গীত পরিচালনায় ' মার্ডার ২ ' মুভির ' ফির মহব্বত ' গানটি।তবে ২০১৩ সালে মুকেশ ভাট প্রযোজিত ' আশিকি ২ ' সিনেমা তে কয়েকটি গান গিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে আসেন।এরপর একের পর এক ব্যাক টু ব্যাক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন।তার গানে মজেছেন আট থেকে আশি বয়সের সমস্ত মানুষ।বর্তমানে শুধু দেশেই নয়,বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে তার গান।বহু বিদেশি ভক্তরাও তার কনসার্ট এ আসেন।তার এমন জনপ্রিয়তার কারণে সর্বত্র কনসার্ট ও করছেন তিনি।আর সেই কনসার্ট এর টিকিটের দাম ও আকাশছোঁয়া।তবুও তার বিন্দুমাত্র আঁচ ও পড়েনি দর্শকের সংখ্যায়।লাখ টাকা ছুঁই ছুঁই দামের টিকিট কিনে ও কনসার্ট এ যাচ্ছেন ভক্ত রা।সম্প্রতি এই নিয়ে নেট পাড়ায় সমালোচনা ও চলছিল।কিছুদিন আগেই পুনে তে কনসার্ট সারলেন তিনি।ডিসেম্বর এর প্রথমেই দিল্লি তে কনসার্ট সেরেছেন তিনি।এরপর রয়েছে হাইদ্রবাদ এ কনসার্ট রয়েছে।আগামী বছরের প্রথমেই কলকাতায় আসতে চলেছেন অরিজিৎ।কনসার্ট এর আয়োজন করা হবে নিকো পার্কে।এছাড়াও বিদেশে বিভিন্ন জায়গায় কনসার্ট করছেন তিনি।


তবে সফলতার শিখরে উঠে ও কখনো মাটির থেকে আলাদা হন নি অরিজিৎ।বরাবর মাটির মানুষ তিনি।মুর্শিদাবাদ এর জিয়াগঞ্জ এ জন্ম তার।এখন কাজের স্থল মুম্বাই হলেও অধিকাংশ সময় ই থাকেন মুর্শিদাবাদে।সেখানে প্রায় ই তাকে স্কুটি নিয়ে যাতায়াত করতে দেখা যায়।মুর্শিদাবাদ এই একটি বেসরকারি স্কুল এ ভর্তি করেছেন ছেলে কে।বরাবর ই অরিজিৎ সাধারণ ,অসহায় ,দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।পরোপকারী তিনি।এবার তিনি এক নতুন লক্ষ নিয়ে এগোচ্ছেন।তিনি একটি এনজিও সংস্থার সাথে একত্রে মুরশিদাবাদে একটি স্কুল তৈরি করতে চান। যেখানে দরিদ্র শিশুরা পড়াশোনা করতে পারবে বিনামূল্যে।এই প্রসঙ্গে তিনি তার পুনে এর কনসার্ট এ বলেন," একটি স্বনির্ভর স্কুল তৈরি করতে গেলে ১০০ কোটি মত খরচ পড়বে।তার জন্যই টাকা সংগ্রহ করছি।আপনাদের সাহায্য চাই।টাকা দিতে হবেনা ।পাশে থাকুন।" 

এছাড়াও মুর্শিদাবাদে একটি হোটেল ও চালান অরিজিৎ সিং।যেখানে মাত্র তিরিশ টাকা দিলেই পেট ভর্তি সুস্বাদু খাবার ও পাওয়া যায়।।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News