Royal Enfield এর সেরা ক্রুজার বাইক বাজারে আসছে, দাম কত হবে জেনে নিন

banner

#Pravati sangbad Digital Desk:

২০২৩-এ ভারতের বাজারে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর সেরা ক্রুজার বাইক Super Meteor 650। এবছর ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA-তে প্রথমবারের জন্য বাইকটির ঝলক দেখিয়েছিল সংস্থা। এরপর ভারতে রয়্যাল এনফিল্ডের রাইডার ম্যানিয়া-তেও আত্মপ্রকাশ করে এটি। জানুয়ারি থেকে মোটরবাইকটি বিক্রির প্রক্রিয়া শুরু হবে।

যদিও লঞ্চের দিনক্ষণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই প্রতিবেদনে Royal Enfield Super Meteor 650-এর ১০টি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোকপাত করা হল।
এতে ট্রিপার ন্যাভিগেশন পড সহ Meteor 350 এর সঙ্গে বাইকটির অনেক মিল রয়েছে। এমনকী সিট ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ছোট ইঞ্জিন সংস্করণের মতোই থাকবে বাইকে। যদিও এই বাইকের ডিজাইনকে Meteor 350-র হেডল্যাম্প, ডিআরএল ডিজাইনের থেকে অনেকটাই আলাদা দেখায়। পিছনের টেল-ল্যাম্প 650 সংস্করণটিও এই বাইকে আলাদা দেওয়া হয়েছে। এটি আরও ডিজাইনার জ্বালানি ট্যাঙ্ক ডিজাইন সহ USD ফর্ক পাবে এই বাইক। যেখানে টায়ারগুলি অন্যান্য 650cc বাইকের মতোই দেখতে হবে৷
Super Meteor 650-এর ইঞ্জিনটি Royal Enfield রেঞ্জের মধ্যে থাকা অন্যান্য 650cc ইঞ্জিনের মতোই হবে। একই Bhp পাওয়ার ও পারফরম্যান্সও পাওয়া যাবে এই নতুন বাইকে।
এই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি কয়েকদিন পরে রাইডার ম্যানিয়া ইভেন্টে আত্মপ্রকাশ করবে। এই মুহূর্তে রয়্যাল এনফিল্ড থেকে এটিই একমাত্র নতুন বাইক বাজারে লঞ্চ হতে চলেছে। তবে পরবর্তী সময়ে একই ধরনের শটগান 650 বাইকও আনবে কোম্পানি। সেই বাইকটিও সুপার মিটিওর 650-এর মতো একই প্ল্যাটফর্মও তৈরি হয়েছে। এই বাইকটি পরবর্তীতে লঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এই মোটরসাইকেলগুলির সাথে, Royal Enfield অন্যান্য নতুন বাইকগুলিও লঞ্চ করবে, যেগুলিতে Himalayan 450 সহ আরও অনেক নতুন লঞ্চ মডেল থাকবে৷ 
দামের দিক থেকে Super Meteor 650 হবে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে প্রিমিয়াম ও সবচেয়ে ব্যয়বহুল বাইক। কারণ আমরা আশা করছি, বাইকটির দাম ৩ লাখ টাকার বেশি হবে।
ডিজাইনের প্রসঙ্গে বললে এতে গোলাকৃতি হেডল্যাম্প ও টেলল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, এবং ইঞ্জিনের কেসিং ও হেড অংশটি ব্ল্যাক ফিনিশিং দেওয়া হতে পারে। এটি ১৯ ইঞ্চি ফ্রন্ট এবং ১৬ ইঞ্চি রিয়ার অ্যালয় হুইলের সাথে CEAT Zoom Cruz টায়ার সমেত আসবে।

- সুপার মিটিওর ৬৫০ একাধিক অ্যাক্সেসরিজের সাথে বেছে নেওয়া যাবে। যেমন - বার এন্ড মিরর, সোলো ফিনিশার, মেশিন্ড হুইল, ডিলাক্স ফুটপেগ, এলইডি ইন্ডিকেটর, টুরিং উইন্ডস্ক্রিন, টুরিং হ্যান্ডেলবার সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole