আসন্ন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানানো হতে পারে রাজ্যের বিরোধী বিধায়কদের

banner

#Pravati Sangbad Digital Desk:

বিগত দেড় বছরের মনোমালিন্যের অবসান ঘটিয়ে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বিজেপির তিন বিধায়ক। সেই তালিকায় ছিল এককালের তৃণমূলের সতীর্থ তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে জিতে রাজ্যের বিরোধী দলনেতার তকমা পেয়েছেন শুভেন্দু অধিকারী।

গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে চা খাওয়ার পরে এবার আসন্ন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে রাজ্য বিজেপির বিধায়কদের নেমন্ত্রন পাঠাতে পারে নবান্ন এমনটাই সূত্রের খবর। তবে সেই নেমন্ত্রন রক্ষা করতে রাজ্য বিজেপি সারা দেবে কিনা তা এখনই নিশ্চিত নয়। কারণ গতকাল মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন, “এটা সংসদীয় গণতন্ত্রের সৌজন্য রক্ষা। তাছাড়া কিছু নয়, এই নিয়ে এতো মাথা ব্যাথার কারণ নেই বলেই জানান তিনি”। অন্যদিকে রাজ্যের সরকারি অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ না পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী শিবিরের একাংশ, সেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের  আধিকারিকদের নির্দেশ দেন, আগামী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে রাজ্যের বিরোধী শিবিরকে আমন্ত্রণ করার জন্য।



প্রসঙ্গত, সেই অনুষ্ঠানে যোগ দেবেন, রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দবোস, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই একই অনুষ্ঠানে যোগ দিতে বলা হতে পারে রাজ্যের বিজেপি বিধায়কদের। রাজ্য সরকারের সাথে বিরোধীদের তিক্ততা নতুন কিছু নয়, পাশাপাশি সম্প্রতি রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে জায়গা পাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেকের মতে, সেই ক্ষত মেরামত করতেই এতো কিছু করছে রাজ্য সরকার। 


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News