ভারত-পাকিস্তান সীমান্তে এবার অ্যান্টি ড্রোন সিস্টেম!

banner

#Pravati Sangbad Digital Desk:

ফের নজির গড়তে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। পাকড্রোনের বাড়বাড়ন্তকে রুখতে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহারের জন্য প্রস্তুত দেশ‌। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এর উদ্যোগে এর আগেও নানা ধরণের নয়া কার্যক্রম গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাকে শক্তিশালী করার উদ্দেশ্যে এর আগেও প্রতিরক্ষা মন্ত্রক বিদেশ থেকে আনিয়েছিলেন প্রযুক্তিগতভাবে উন্নত নানা সামরিক যন্ত্রপাতি। এবার ভারতের সঙ্গে পাল্লা দিয়েই ভারত-পাকিস্তান সীমান্তে বাড়ছে পাকিস্তানি ড্রোনের কার্যকলাপ। বিশেষ করে পাঞ্জাব বর্ডারে পাকিস্তান উড়ানের ক্রমবর্ধমান কার্যকলাপ যেহারে বাড়ছে এবার তা রুখতে ভারতীয় সেনাবাহিনীও ব্যবহার করবে এক বিশেষ ড্রোন। ইতিমধ্যেই এই টেন্ডার জারি করা হয়েছে। সূত্রের খবর এই ড্রোনে থাকবে হত্যা করার ক্ষমতা। এখনও পর্যন্ত বাই ইন্ডিয়ান ক্যাটাগরির অধীনে মোট ৯ টি অত্যাধুনিক ড্রোন রয়েছে। জানা যায় উন্নত নাইট ভিসন সহ এই ড্রোন গুলি প্রযুক্তিগত ভাবে এতটাই উন্নত যে এগুলি নির্দিষ্ট তথ্য প্রেরণ করা থেকে কিছুর জন্য অনুরোধ করা সবই করতে পারে অনায়াসে। আরএফআই-এর বিবরণ অনুসারে, অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত এই ড্রোনগুলি এবার থেকে শত্রুদের সনাক্ত করতে পারবে। এমনকি শত্রু সনাক্ত করে তাদের হত্যাও করতে পারে। শত্রুরা কোন জায়গায় কিভাবে আছে এবং আক্রমণ হলে নিজেদের বাঁচিয়ে কিভাবে তাদের শেষ করা যায় এসব বিষয়েই পারদর্শী হবে এই ড্রোনগুলি। এই ভয়ংকর ড্রোনের থেকে বাঁচতেই লক - কার্গিলে আন্টি ড্রোন সিস্টেম জারি করলো ভারত সরকার। ভারতীয় সেনাবাহিনীর এই অ্যান্টি-ড্রোন সিস্টেম কী ? এটি হলো ড্রোন সনাক্ত করার একটি সিস্টেম যা উপযুক্ত কমান্ড দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। এই সিস্টেম যেকোনো বায়বীয় বস্তুকেই সনাক্ত করতে পারবে। ড্রোনের র‍্যাডার রেঞ্জের মধ্যে কেউ এসে পড়লে এটি তাকে হত্যাও করে দিতে পারে। আরএফএই এর মতে ওই সিস্টেমে থাকবে এয়ার ডিফেন্স বন্দুক, কাইনেটিক কিল করতে পারে এমন ড্রোন এবং উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ সহ একাধিক সুবিধা।



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News