Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

মুক্তি পেতে চলেছে সৌরিশ দে পরিচালিত নির্বাক ছবি 'জুতো'

banner

#Pravati Sangbad Digital Desk:

মানুষ কথা বলতে পারে, আবার  অনেক পাখি আছে  যারা  কথা বলতে পারে। কিন্তু জুতো, জুতো কি কথা বলতে পারে? স্বাভাবিক ভাবেই জুতো কথা বলতে পারে না।  ভাবছেন তো জুতোর প্রসঙ্গ আবার কোথা থেকে আসলো!  হ্যাঁ ঠিকই শুনেছেন জুতো, এবার পরিচালক সৌরিশ দে হাজির তার পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি ‘জুতো’ নিয়ে। ছবির গল্পে দেখানো হয়েছে , নিজের কমলা রঙের জুতোর প্রতি অগাধ ভালোবাসা এক ব্যক্তির। জুতোর ঘোরেই তাঁর দিন কাটে। জুতো পরিষ্কারের সময় প্রেমিকার ফোন এলেও দেখার সময় নেই তাঁর। এমনকি বিরক্ত হয়ে বার বার উপেক্ষা করে। একদিন হঠাৎই জুতোটা ছিঁড়ে যায়। এরপর? গল্পের শেষেও রয়েছে মজার ট্যুইস্ট। আদ্যোপান্ত মজার মোড়কে তৈরি নির্বাক চলচ্চিত্র ‘জুতো’। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ভাস্কর দত্ত এবং চলন্তিকা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ এছাড়াও থাকছেন কুণাল ভৌমিক, রিয়া পাল, ঋত্ত্বিক রায়, অর্পণ এবং গৌতম বসাক ৷ প্রসঙ্গত, এই গল্পের নায়ক কিন্তু এক জোড়া জুতো। ২০১৬ সালের শেষের দিকে এই ফিচার ফিল্মের স্ক্রিপ্ট লেখা শুরু করেন সৌরিশ। কিন্তু সৌরিশ কেন নির্বাক ছবি তৈরি করলেন? পরিচালকের কথায়, ‘সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। সহজ সরল একটা বিষয় নিয়ে ছবিটা করেছি। টলিউডে সেই অর্থে নির্বাক ছবি তৈরি হয়নি। আশা করছি, অন্য স্বাদের ছবি যাঁরা পছন্দ করেন, তাঁদের ছবিটা পছন্দ হবে।’ একেবারে অন্য ধরনের মুক্তি হতে চলেছে এই ছবির, যা কলকাতা শহরে আগে কখনও হয়নি।ছবির মুক্তি হবে একেবারে চিরাচরিত প্রথা ভেঙে। 'ক্যাফে'তে মুক্তি পাবে এই ছবি।

কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসে ঘুরে দাঁড়াতে বেশ বেগ পেতে হচ্ছে টলিউডকে। ফলে শহরের বিভিন্ন প্রান্তের বেশিরভাগ সিনেমা হলেই অগ্রাধিকার পাচ্ছে তারকা সম্বলিত বড় বাজেটের ছবিগুলিই। আর সেই সবকিছুর মধ্যে দাঁড়িয়েও  নবাগত চলচ্চিত্র নির্মাতা সৌরিশ একেবারে অন্য পথ বেছে নিয়েছে  তার ছবির মুক্তির জন্য । তাঁর প্রথম নির্বাক  ছবি  দৈর্ঘ্য ৮০ মিনিটের , এই ছবির বিশাল বাজেট নেই , আবার  তারকাদের সমাহার নেই, প্রেক্ষাগৃহের সাহায্যও  নেই। ফলে যা বাজেট, তাতে ২৫ নভেম্বর শুধুমাত্র নজরুল তীর্থে এই ছবি মুক্তি পাবে।৫০ জন মূখ-বধির ব্যক্তিদের জন্য ছবি দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরিচালক জানিয়েছে ,নজরুল তীর্থে ওঁদের জন্য প্রিমিয়ারের পুরো শো-টাই থাকছে বিনামূল্যে। এরই সঙ্গে থাকছে  আরও একটি চমকপ্রদ ঘটনা , এই ছবি মুক্তি পাবে শহরের  একটি ক্যাফেতে। কলকাতায় এমন উদাহরণ প্রথমবার। অর্থাৎ একটি ক্যাফে ও একটি প্রেক্ষাগৃহে একই দিনে মুক্তি পাচ্ছে 'জুতো'। এই ক্যাফেতে  ছবির মুক্তির উদ্যোগে হাত রয়েছে অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের। তথাগত  কথায়, 'গোলমালের এই যুগে পরিচালক সৌরিশ দে, প্রযোজক সুরজিৎ চন্দ ও স্নিগ্ধা বিশ্বাস এবং চিত্রগ্রাহক রাজীব সেনগুপ্ত নির্বাক চলচ্চিত্র নির্মাণের সাহস দেখিয়েছেন। আমি পোস্টার, ট্রেলার এবং ছবিটি দেখেছি। খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে।' তথাগত আরও জানান, এই ক্যাফেটি তৈরিই হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের জন্য। যে সকল পরিচালক যাঁদের কাজ দুর্দান্ত কিন্তু তাদের বাজেটের অভাব। তাঁরা যোগাযোগ করতে পারেন 'ক্যাফে ওহানা'য়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News