#Pravati Sangbad Digital Desk:
২০২১ সাল থেকে চালু হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো। এটা লাভ হয়েছে বহু নিত্যযাত্রীর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো লাইন চালু হয়েছে। এবার খুব শীঘ্রই চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। কমিশনার অব রেলওয়ে সেফটির তরফ থেকে যে শর্তগুলি দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। মেট্রো রেল সূত্রের খবর, আগামী তিন মাসের মধ্যে চালু হতে পারে মেট্রো পরিষেবা। জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন। জোকার পর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। প্রথমে এই ছটি স্টেশনে চলবে মেট্রো। একটি মেট্রো গন্তব্য স্টেশনে পৌঁছলে তবেই পরের মেট্রোটি আসবে। তারাতলার পর থাকবে মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড। ইতিমধ্যেই মেট্রোর ট্রায়াল রান হয়েছে জোকা থেকে তারাতলা পর্যন্ত। অবশেষে ১৮ই নভেম্বর অর্থাৎ শুক্রবার কমিশনর অফ রেলওয়ে সেফটির থেকে পাওয়া গেলো ছাড়পত্র। তৈরি হয়ে গেছে জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা স্টেশন। জোকা তারাতলা মেট্রোর নিরাপত্তা নিয়ে দেখছেন রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান। সেখানে কন্ট্রোল রুম থেকে শুরু করে মেট্রোর লাইন। অগ্নি নির্বাপক ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখেন তিনি। বহুদিন ধরেই এই রুটের কাজ চলছে। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে পারে। ২০১০ সালে এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এর জন্য বরাদ্দ করা হয়েছিল ৫১৩৩.৩৮ কোটি টাকা। বারো বছর কেটে গেলেও এখনো চালু হয়নি এই মেট্রো। এই মেট্রো পথ চালু হলে বেহালা, ঠাকুরপুকুর-সহ সংলগ্ন এলাকার বহু মানুষের সুবিধা হবে।