ক্যান্সার কেড়ে নিল ঐন্দ্রিলার জীবন, এই মারন রোগ এড়াতে আজই বাড়ি থেকে দূর করুন এই ৫টি জিনিস

banner

# Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ লড়াইয়ের পর, সকলের প্রার্থনাকে বিফল করে রবিবার ১২ টা ৫৯ মিনিটে চলে গেলেন 'জিয়ন কাঠি'-খ্যাত নায়িকা ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। এরপরই তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করা হয় অপারেশনও। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মাঝে কদিন সুস্থতার দিকে এগোলেও শেষ পর্যন্ত লড়াইটা হেরেই গেলেন 'ফাইটার' ঐন্দ্রিলা। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ছোবলের সঙ্গে বিপুল লড়েও আর জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। ২০১৭ সালে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু ঐন্দ্রিলার। ‘ঝুমুর’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। ঝুমুর’ ধারাবাহিকের হাত ধরে ডেবিউ হলেও ঐন্দ্রিলার জনপ্রিয়তা পাওয়া শুরু ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের হাত ধরে। টানা ২০দিন ধরে হাসপাতালের বিছানায় অভিনেত্রীর বাঁচার লড়াইটা যে কী ভীষণভাবে সকলের মনে ছাপ ফেলে দিয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই মেয়েটির জীবনে ১৫ বছর বয়সেই ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা। ২০১৫ সালে, নিজের জন্মদিনের দিন তিনি জানতে পারেন তাঁর শরীরে বাসা বেঁধেছে কর্কটরোগ। অস্থিমজ্জায় ক্যানসারকে পরাজয় করতে দীর্ঘদিন ধরে কঠিন লড়াই করেছিলেন  ঐন্দ্রিলা। অত্যন্ত মানসিক জোর না থাকলে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সত্যিই সম্ভব নয় । সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের কাজে যোগ দেন। ৬ বছর পর ফের দেখা দেয় ওই একই মারণ রোগ। ফের লড়াই শুরু হয় ঐন্দ্রিলার। মাত্র ২২ বছরে ক্যান্সার  আবার  বাসা বাঁধে তার শরীরে । এবারের মত ক্যান্সারকে জয় করেলও শেষমেশ হার মানলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। সেই সময় বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী।ক্যান্সারের মতো মরণব্যাধি বিশ্বে সাধারণ হয়ে উঠেছে। এটি এমন একটি অবস্থা যেখানে অস্বাভাবিক কোষগুলি শরীরে অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং শরীরের সুস্থ টিস্যুকেও ধ্বংস করে। ক্যান্সারের জন্য সাধারণত ব্যাপক চিকিৎসার প্রয়োজন হয় এবং এটি প্রাণঘাতীও হতে পারে। WHO (World Health Organization) এর মতে, ২০১৮ সালে ক্যান্সারের মতো রোগে মারা যাওয়া মানুষের সংখ্যা ছিল ৯০ লক্ষ। বলিউডের অনেক তারকা আছেন যারা ক্যান্সারের মতো বিপজ্জনক রোগে মারা গেছেন। এতে ইরফান এবং ঋষি কাপুরের মতো অভিনেতারাও রয়েছেন। কর্কটরোগের মোকাবিলায় অনেক ধরনের চিকিৎসা থাকলেও ক্যানসারের নাম শুনলে সকলেরই মনে আশঙ্কার মেঘ জমতে শুরু করে। ক্যানসারের উপসর্গ কথা কানে এলেই শুরু হয় দিন গোনার পালা। তবে এই রোগ ছড়িয়ে পড়ার পিছনে রয়েছে সচেতনতার অভাব।

 আপনাদের কি জানা আছে ক্যানসারের বডডেউৎসই রয়েছেদ আপনার বাড়ির মধ্যে। রান্নাঘরে ব্যবহৃত বহু জিনিসপত্রই বর্তমানে ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে । রান্নাঘরের এই সব জিনিস যদি থাকে তাহলে এখনই সরিয়ে ফেলার বন্দোবস্ত করুন। এবার তাহলে জেনে নিন কী কী ফেলবেন দেবেন, আর কী কী রাখবেন :
•বেশিরভাগ মহিলা রান্নাঘরে প্লাস্টিকের বাসন ব্যবহার করেন। প্লাস্টিকের পাত্রে খাবার গরম করার সময়, টক্সিনগুলি ফ্যাট বাড়ায় এবং ফ্যাট কোষগুলি ছেড়ে দেয়। যেগুলি ক্যান্সারের কারণ।
•অনেকেই এখন ব্যবহার করে থাকেন টি ব্যাগ। এবার চা খাওয়ার এই ব্যাগ ব্যবহারে অনেক সময় সমস্যা তৈরি হয় শরীরে। আসলে টি ব্যাগে থাকে ন্যানো প্লাস্টিক। এছাড়াও থাকে পিসিভি, ফুড গ্রেড নাইনল। এবার আপনি টি ব্যাগ চুবিয়ে নিলেই জলে এর থেকে কিছু পদার্থ এসে মিশে যায়। এমনকী টি ব্যাগ অনেক সময় জড়িয়ে যেতে পারে Epichlorohydrin-এর সঙ্গে। এটা হল একটি কার্সিনোজেন। অর্থাৎ ক্যানসারের কারণ হতে পারে।
•অনেকে দুই-তিন মাস একসঙ্গে গরম মসলা কিনে রান্নাঘরে রাখেন, কিন্তু সেই মশলাগুলো পুরোপুরি ব্যবহার করতে পারেন না, ফলে নষ্ট হতে থাকে। সবজিতে এমন বাজে মশলা মেশানো খাবারে বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়, যা পরবর্তীতে ক্যান্সারও হতে পারে। 
•কিছু কিছু নন স্টিকের জিনিস এখন সব বাড়িতেই ব্যবহার হয়। এক্ষেত্রে রান্না হয় দ্রুত। এবার রান্নাঘরে থাকা এই পাত্রে দীর্ঘদিন ব্যবহারের মতো একটি রাসায়নিক ব্যবহার করা হয়। এর নাম হল Perfluoctane Sulphate. এই রাসায়ানিক ভয়ানক ক্ষতিকর। সহজেই রোগের কারণ হতে পারে এই জিনিস। এমনকী হয় ক্যানসার।  যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে সরান এই সকল জিনিসপত্রগুলি ।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News