Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

শীতের মরশুমে কলকাতায় পড়ছে না এখনো শীত; জেনে নিন দু - তিন দিনের আবহাওয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ কলকাতায় সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। শীতের হাওয়া অনেকটাই কমেছে কলকাতায়। যত বেলা বাড়ছে ততই কমছে শীত, পড়ছে রোদ। তবে সন্ধেবেলা ও রাতের দিকে হালকা শীত পড়ছে। শীতের মরসুম থাকলেও নেই শীতের বৃষ্টির কোন সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে। কলকাতা সহ বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিক। নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতে যে শীত থাকা দরকার তা এখনো দেখা যায়নি শহরে। 

অন্যান্য জেলার তাপমাত্রা বেড়েছে। খুব সকালে ও সন্ধ্যায় শীতভাব থাকলেও দিনের বাকি সময়  দেখা মেলে না শীতের আমেজের। গত ২৪ ঘণ্টায় একইরকম থাকবে তাপমাত্রা। এরপর থেকে আরও কিছুটা নামবে পারদ। 

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে শীত দেখা মেলেনি। উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ পড়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের একটু ওপরে।


আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। কিন্তু পরবর্তী দু-তিন দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ রাতে বা আগামী কাল সকালের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টি ও ঘন কুয়াশা তৈরি হতে পারে এই অঞ্চলে। 

রবিবার আন্দামানসাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ক্রমশ দক্ষিণ ভারতের দিকে এগোবে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের রাজ্যে। কর্ণাটক , কেরালা , তামিলনাডু ও লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকে বৃষ্টি বাড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে অনুমান আবহাওয়া দপ্তরের।

এদিকে  পঞ্জাব ও হিমাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল কুয়াশায় ঢাকা পড়ে যেতে পারে এই দুই রাজ্য। উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন কুয়াশা হতে পারে ওড়িশা রাজ্যেও। উত্তর প্রদেশের কিছু এলাকায় ও আসাম , মেঘালয় মনিপুর , মিজোরাম , ত্রিপুরাতে আগামী দু তিন দিন কুয়াশার সতর্কতা থাকছে। 

তবে বর্তমান পরিস্থিতিতে বদলে গেছে ঋতুচক্র। শরৎ এর আমেজ প্রায় নেই বললেই চলে। শীতকালীন সময়ে নেই শীতও। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে পরিমাণ শীত থাকা দরকার তা নেই শহরে। 


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Related News