গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে 'টনিক', হাজির ছিলেন দেব-অভিজিৎ

banner

#Pravati Sangbad Digital Desk :

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে হাজির দেব। শুধু অভিনেতা হিসেবে নয়, এদিন প্রযোজক হিসেবেও উপস্থিত ছিলেন তিনি। কালো পোশাকে বেশ গ্ল্যামার লুকে ধরা দিয়েছিলেন অভিনেতা-সাংসদ। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছে বাংলা ছবি 'টনিক'। তাই প্রযোজক-অভিনেতা হিসেবে হাজির ছিলেন দেব। ছবির পরিচালক অভিজিরত্‍ সেনও হাজির ছিলেন এ দিন। গোয়ায় বসেছে ৫৩ তম ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ইফি (IFFI)-র আসর। এই ঐতিহ্যশালী চলচ্চিত্র উত্সবের ইন্ডিয়ান প্যানোরমা বিভাগের ছবি তালিকা ঘোষণা হয়েছিল আগেই। ভারতের নানান প্রান্ত, নানান ভাষার ছবি জায়গা করে নেয় এই বিভাগে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং গোয়া সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই ছবি উত্‍সব গত ২০ নভেম্বরে শুরু হয়েছে, চলবে  আজকে ২৮ নভেম্বর পর্যন্ত। এই বছর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে বাংলা ছবির বিভাগে জায়গা করেছে মাত্র দুটি ছবি। অরিন্দম শীলের 'মহানন্দা'র ঠাঁই পেয়েছে ফিচার ফিল্মের তালিকায়। অন্যদিকে 'মেইন স্ট্রিম' বিভাগে জায়গা করে নিয়েছে অভিজিত্‍ সেনের 'টনিক'। ২০২১ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রণব কুমার গুহ ও বেঙ্গল টকিজ প্রযোজিত 'টনিক'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স ছিল এই ছবির সহ প্রযোজক। দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছিলেন দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা। কিন্তু পর্দায় তাঁদের জুটি মন জিতে নিয়েছে দর্শকের। আর তাতেই বাজিমাৎ 'টনিক'। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিন জনকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এছাড়াও রয়েছেন সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিত্‍ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ। স্পেশাল স্ক্রিনিংয়ে 'টনিক' দেখে নাকি বেশ ভালো লেগেছে দর্শকের। শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ গোয়ার পানাজি ওরফে পানজিমে মাল্টিপ্লেক্সে সিনেমার স্ক্রিনিং হয়। এ দিন ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে স্যুট-বুট পরে হাজির হন দেব। জিনস ও পাঞ্জাবিতে দেখা মেলে পরিচালক অভিজিত্‍ সেনের


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News