Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ব্যাগ উপচে পড়ছে টাকা, তা কুড়োতেই রাস্তায় জ্যাম

banner

journalist Name : Srimita Sasmal

# Pravati Sangbad Digital Desk:

মাঝ বয়সি ভবঘুরে এক লোক। মাথা ভর্তি টাক, চেহারাটা খুবই অমলিন। দেখলে কিছুটা নেশাগ্রস্ত মনে হয়। হাতে এক ব্যাগ নিয়ে চলেছেন আর সেই ব্যাগ থেকে উঁকি মারছে কতগুলি টাকার নোট । সেই টাকা দেখেই তার আশেপাশে জড় হয়েছে বহু মানুষ ।কখনো আবার ব্যাগ থেকে হাওয়ায় উড়ে পড়ছে কিছু টাকাও। আর সেই টাকা কুড়াতে গিয়ে রাস্তায় জ্যাম বাধিয়েছেন কিছু মানুষ । এমন খবর পেয়ে শিয়ালদহ ট্রাফিক সার্জেন্ট এসে পৌঁছালে সেই ভবঘুরে ব্যাগ ফেলে কোনরকমে পালিয়ে যায় আর সেই ব্যাগ থেকে উদ্ধার হয় মোটামুটি নগদ ৪৯ হাজার টাকা। বুধবার এমনই ঘটনা ঘটেছে মুচিপাড়া এলাকায় এপিসি রোড ও সূর্যসেন মোড় এর কাছে জগত সিনেমা হলের সামনে সকাল সাড়ে দশটা নাগাদ। এই সময় শিয়ালদহর ট্রাফিক সার্জেন্ট কৌতুক ঘোষ কে জানানো হলে তিনি আসেন এবং ওই ভবঘুরে কে ধরেন। কিন্তু ব্যাগটি হাতিয়ে নিতে পারলেও হাত ছাড়িয়ে কোন রকমে পালিয়ে যায় ভবঘুরেটি। তারপর শহরের ভিড় সামলাতে গিয়ে ট্রাফিক সার্জেন্টটি আর সেই ভবঘুরেকে ধাওয়া করতে পারেননি। তার ব্যাগ থেকে মিলেছে কয়েকটি খুচরো পয়সা এছাড়াও মিলেছে ১০ টাকা, ২০ টাকা ১০০, ৫০০ সহ ২০০০ টাকার ৪ টি নোট। সব মিলে মোটামুটি ৪৯ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে। কিন্তু এমন এক চেহারার নেশাগ্রস্ত মানুষের কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে সেই প্রশ্ন থেকেই যায় । মনে করা হচ্ছে ওই ব্যক্তি হয়তো কারোর টাকা ছিনতাই করে নিয়ে পালাচ্ছিল এবং ট্রাফিক সার্জেন্টকে দেখে ভয়ে পালিয়ে যায় ।পুলিশ সূত্রে এখনো কোনো উত্তর জানানো হয়নি সমস্ত জায়গার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে । টাকার থলেটি জমা করা হয়েছে মুচিপাড়া থানায়।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News