Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

দ্বাদশ ফেল থেকে দুঁদে IPS অফিসারের লড়াইয়ের আরেক নাম মনোজ শর্মা

banner

# Pravati Sangbad Degital Desk:

লড়াইয়ের আরেক নাম হয়ে উঠেছে IPS মনোজ কুমার শর্মা। দ্বাদশের পরীক্ষায় পাশ করতে পারেননি। কখনও আবার বাড়ি ছেড়ে রাত কাটিয়েছেন ফুটপাথে। বড়লোকের বাড়ির কুকুরের দেখভাল থেকে অটো চালানোর কাজ! কী করেননি জীবনে। তবে লড়াই ছাড়েননি। IPS মনোজ কুমার শর্মার জীবন সত্যিই অদম্য জেদ আর লড়াইয়ের এক নজিরবিহীন কাহিনী। ভারতের অন্যতম কঠিন চাকরির পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC-র পরীক্ষা। সেখানেও বারবার হোঁটচ খেতে হয় তাকে। তবে হাল ছাড়েননি মনোজ। আর সেই লড়াকু মনোভাবেই এসেছে জন। মনোজ কুমার শর্মা আজ একজন সফল IPS অফিসার। তাঁকে নিয়ে প্রকাশিত হয়েছে একটি বইও- ‘টুয়েলফথ ফেল, হারা ওহি জো লড়া নেহি’। মনোজের জন্ম মধ্যপ্রদেশের মোরেনায়। তিনি একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রামবীর শর্মা এবং তার একটি ভাই এবং একটি বোন রয়েছে। মনোজ শৈশব থেকেই এসডিএম হতে চেয়েছিলেন কারণ তিনি প্রশাসনিক আধিকারিক হতে চাইতেন। তবে নবম ও দশম শ্রেণীতে সে তৃতীয় বিভাগ পেয়েছে। এটি থেকে সে বুঝতে পেরেছিল যে সে এত ভাল ছাত্র নয়। 12 তম শ্রেণির বোর্ড পরীক্ষায় হিন্দি ব্যতীত সমস্ত বিষয়ে ফেল করার সময় মনোজ আরও খারাপ সময়ের মুখোমুখি হয়েছিল। UPSC সিভিল সার্ভিসের যে কোনো প্রার্থীর জন্য এটি ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি। এর পরে মনোজ নিজেকে সামলান এবং গোয়ালিয়রে জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা চালাতে শুরু করেন। এই সময়েই তিনি দ্বাদশ শ্রেণির জন্য ভালো ভাবে পড়াশোনা করেছিলেন। তিনি তখনও কোনো দিন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশা ছাড়েননি। মনোজ কুমার শর্মা গোয়ালিয়রের মহারানি লক্ষ্মীবাই সরকারি কলেজ অফ এক্সিলেন্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। 

তার 'Twelfth Fail' বইয়ে তিনি অটোরিকশা চালক হিসেবে তার জীবনের অনেক ঘটনা লিখেছেন। তার পরিবারের ভরণপোষণের জন্যও প্রচণ্ড চাপ ছিল। তাদের বাড়িতে ছাদও ছিল না। এমন পরিস্থিতিতে কেউ কীভাবে একদিন প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেছিল তা কল্পনা করা কঠিন।
সবাই যখন মনোজের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিল, এক জনই তাঁর পাশে ছিলেন। তাঁকে সব সময় সাহস জুগিয়ে গিয়েছেন। তিনি আর কেউ নন, মনোজের প্রেমিকা।মনোজ বলেন, "প্রেমিকাকে বলেছিলাম, তুমি যদি আমার সঙ্গ দাও, তা হলে দুনিয়া বদলে দেব।" না, প্রেমিকা মুখ ফেরাননি। বরং সাহস জুগিয়েছেন। আর সেই সাহসে ভর করে চতুর্থ বারের চেষ্টায় আইপিএস পরীক্ষায় পাশ করেন মনোজ। ২০০৫ সালে মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস হন মনোজ। অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে নিযুক্ত হন। গোয়ালিয়র থেকে মনোজ চলে আসেন দিল্লি। শোনা যায় সেখানে ধনী পরিবারের কুকুরদের দেখভালের মতো কাজও করতে হয়েছে তাঁকে। তবে লড়াই বন্ধ হয়নি। প্রথম থেকে মনোজ কুমার শর্মাকে প্রতি পদক্ষেপে সমর্থন করেছিলেন তাঁর প্রেমিকা। UPSC পরাীক্ষায় পরপর তিনবার ব্যর্থ। শেষপর্যন্ত চতুর্থবারে ১২১ ব়্যাঙ্ক করেন মনোজ কুমার শর্মা। IPS হয়ে মহারাষ্ট্রে কাজে যোগ দেন তিনি। UPSC-র এই কঠিন লড়াইয়ে সবসময় তাঁর পাশে ছিলেন শ্রদ্ধা। তিনিই এখন মনোজের স্ত্রী। শ্রদ্ধা নিজেও রেভিনিউ সার্ভিসেসের অফিসার।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News