Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সুন্দরবনে সপরিবারে বাঘের সাক্ষাৎ

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

সুন্দরবন মানেই জঙ্গল ঘেরা অঞ্চল। গাছপালা, বিভিন্ন পশুর ডাক, ঘন জঙ্গল সব মিলিয়ে এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ। প্রতিবছর বহু মানুষ সুন্দরবনে আসে এই অদ্ভুত অনুভূতির সাক্ষী হতে। ৩১ শে অক্টোবর অর্থাৎ সোমবার ঠিক এমনি এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বহু পর্যটক। এইদিন সুন্দরবনে লঞ্চে করে ঘোরার সময় পর্যটকদের সামনে হঠাৎই এসে পরে দুই সন্তান সহ এক বাঘিনী। গাইড নিত্যানন্দ চৌকিদার মুহূর্তের মধ্যে এমন এক বিরল দৃশ্য ক্যামেরারবন্দি করেন। যা কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ঘুরছে। নিত্যানন্দ চৌকিদারের মতে, সুন্দরবনের জঙ্গলের ভিতরে থাকা পশুদের  নিরাপত্তা বেড়েছে। পশুরাও বুঝতে পারছে পর্যটকদের লঞ্চ তাদের শান্তির বিঘ্নতা ঘটাবে না। 
 রাজ্য বনপ্রাণ উপদেষ্টামন্ডলীর সদস্যের বক্তব্য, 'বাঘেদের সঙ্গে মানুষের সীমানায় যে নাইলনের পাঁচিল তা সুরক্ষিত রাখতে বনকর্মীরা দিন-রাত কাজ করে চলেছেন। বদলেছে পর্যটকদের ধরণও। আগে লঞ্চে মাইক বাজিয়ে পিকনিক করা হত। তাতে বিরক্ত হত বাঘেরা। এখন সে সব অনেক কমানো গিয়েছে'। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ডিরেক্টর তাপস দাসের মতে , "চারটি বাঘকে একসঙ্গে দেখা গিয়েছে সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালির জঙ্গলে। মূলত চারটি বাঘকে এভাবে দেখতে পাওয়া সত্যিই খুব বিরল ঘটনা। এটা থেকে প্রমাণ হয়, সুন্দরবনের জঙ্গলে বাঘ বাড়ছে। চারটি বাঘের মধ্যে দুটি ছোট এবং দুটি পূর্ণবয়স্ক বাঘ বলে মনে করা হচ্ছে"।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image