ব্রিটেনের নতুন সকাল

banner

#Pravati Sangbad Digital Desk:

সময়ের চাকা অবিরাম ঘোরে। আজ যে উপরে কাল সেই হয়তো নিচে। বর্তমানে ব্রিটেনের পরিস্থিতি যেন কিছুটা এমনই। একসময় দুশো বছর ধরে ভারতের ওপর অমানবিক শোষণ করার দেশ ব্রিটেনের শাসনভার এখন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের হাতে । গত ২৫ শে অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন এই ঋষি সুনক। ঋষির জন্ম ১৯৮০ সালের ১২ মে ,U.K. এর সাউথেম্পটন এ। সোনকের বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করতেন ও মা ছিলেন একজন কেমিস্ট। 
 তার ঠাকুরদা ও ঠাকুর মা থাকতেন অবিভক্ত ভারতের পাঞ্জাবে। দেশভাগের পর ঋষি সুনকের ঠাকুরদা কেনিয়া তে এক ক্লার্কের চাকরির জন্য সপরিবারে দেশ ছেড়ে চলে যান। উইনচেস্টার কলেজে ঋষি দর্শন রাজনীতি এবং অর্থনীতি বিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ২০০৬ সালে ঋষি, এমবিএ করেন স্টানফোর্ড ইউনিভার্সিটি থেকে। এরপর 2015 সালে তিনি রিচমন্ডের জন্য পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৭ ও ১৯ সালে পুনরায় সদস্য নির্বাচিত হন। তিনি কনসেরভেটিভ পার্টির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে তিনি ব্রিটেনের অর্থমন্ত্রী হন। এরপর করোনা এর প্রথম ধাক্কায় ব্রিটেনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে ঋষি তা শক্ত হাতে সামলান। এর ফলে কভিডের পর বেকারত্ব সেভাবে বাড়েনি ব্রিটেনে। এরপরই তিনি ব্রিটেনের এক পরিচিত মুখ হয়ে ওঠেন ও ২০২২ সালের ২৫ শে অক্টোবর বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
 ২০০৯ সালে তিনি বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী এন আর নারায়ণা মূর্তি এর কন্যা অক্ষতা মূর্তি এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অক্ষতা নিজেও একজন বিখ্যাত বিজনেস ওমেন ,ফ্যাশন ডিজাইনার ও ভেঞ্ছার পুঁজিবাদী । তাদের কৃষ্ণা ও অনুস্কা নামের দুই কন্যা সন্তান রয়েছে। ব্রিটেন এ জন্ম ও বড় হওয়া সত্ত্বেও নিজের সনাতন হিন্দু ধর্মকে ভোলেনি ঋষি। হিন্দু হিসেবে গর্ববোধ করেন তিনি। নিজেকে ফিট রাখা ,ক্রিকেট খেলার পাশাপাশি মন্দিরে যেতে ভোলেন না কখনোই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News