"বেসরকারি স্কুলের ছাত্রদের স্মার্টনেস সরকারি স্কুলকে লজ্জা দেবে" কালনার পুরপ্রধানের মন্তব্য ঘিরে বিতর্ক

banner

#Pravati Sangbad Digital Desk:

বেসরকারি স্কুলকে প্রাধান্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কালনার তৃণমূলী পুরপ্রধান আনন্দ দত্ত। বেসরকারি এবং সরকারি বিদ্যালয়ে পাঠরত ছাত্রদের তফাৎ তুলে ধরতে হাতিয়ার করলেন 'স্মার্টনেস' কে। মঞ্চে দাঁড়িয়ে একঝাঁক দর্শকের সামনে  তিনি বলেন - সরকারি বিদ্যালয়ের থেকে বেসরকারি বিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি 'স্মার্ট'। তাঁর এই মন্তব্য কে সমর্থনযোগ্য করে তুলতে উদাহরণ দিলেন নিজের পুত্রের‌ই। যা নিয়ে চরম বিতর্ক রাজনৈতিক তথা শিক্ষা মহলে।
গত ২৬ অক্টোবর কালনায় জেলা পুলিশের উদ্যোগে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে হাজির ছিলেন স্থানীয় পুরপ্রধান আনন্দ দত্ত। আর সেখানে বেসরকারি বিদ্যালয়ের গুনোগান করতে গিয়ে সরকারি বিদ্যালয়ে পাঠরত ছাত্রদের 'স্মার্টনেস' নিয়ে করলেন বিতর্কিত মন্তব্য। আনন্দবাবু বলেন, "আমার ছেলে বেসরকারি স্কুলে পড়ে। তার স্মার্টনেস দেখলে কালনা রাজ স্কুল লজ্জা পেয়ে যাবে। কালনার অন্যান্য সরকারি স্কুলগুলো লজ্জা পেয়ে যাবে। সত্যিই তো তাই, স্মার্টনেসই প্রথম দরকার।" কালনার পুরপ্রধানের এই বক্তব্য চলাকালীন মঞ্চে তখন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন। পুরপ্রধানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিধায়ক দেবপ্রসাদবাবু জানান, 'উনি ওনার মত বলেছেন। আমার মত আলাদা। সরকারি স্কুলই এখনও সেরা।'

যদিও পুরপ্রধানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে চরম বিতর্ক। তৃণমূলী পুরো প্রধানের এই মন্তব্য কে নিয়ে সরব হয়েছে সিপিআইএম - কংগ্রেস - বিজেপি তিন পক্ষ‌ই। স্থানীয় এক সিপিআইএম নেতা প্রত্যুত্তরে জানান, "বাম জমানায় সরকারি স্কুলগুলো এলাকার গর্ব ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষায় সামগ্রিক অধঃপতন হয়েছে। টাকার বিনিময়ে যারা শিক্ষক নিয়োগ করে তাদের মুখে এসব কথা মানায় না। রাজ্যে শিক্ষার মান পুনরুদ্ধার করতে গেলে এই সরকারকে সবার আগে বিসর্জন দিতে হবে।"
চলতি বছরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক শিক্ষা সংক্রান্ত কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। আর তারপর কালনার তৃণমূলী পুরপ্রধানের এই মন্তব্য কে কেন্দ্র করে দানা বেঁধেছে এক নয়া বিতর্ক। যা নিয়ে চাপা উত্তেজনা বাংলার শিক্ষাঙ্গন গুলিতে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News