শুরু হচ্ছে রাজ্যের প্রথম লায়ন সাফারি

banner

#Pravati Sangbad Digital Desk:

শুরু হতে চলেছে রাজ্যের প্রথম লায়ন সাফারি। উত্তরবঙ্গের বুকেই তৈরি হবে এই নতুন সাফারি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বন বিভাগ উত্তরবঙ্গে রাজ্যের প্রথম লায়ন সাফারি শুরু করার একটি পরিকল্পনা গ্রহণ করছে। এ বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “উত্তরবঙ্গে ইতিমধ্যেই আমাদের টাইগার সাফারি রয়েছে। এখন আমরা উত্তরবঙ্গে লায়ন সাফারি চালু করতে চাই। এটাই হবে রাজ্যের প্রথম লায়ন সাফারি।” ইতিমধ্যেই শিলিগুড়িতে ‘নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক’ নামে একটি পার্ক চালু করা হয় ২০১৬ সালে। পার্কটিতে এখন প্রায় ১১টি বাঘ সহ একটি টাইগার সাফারি রয়েছে। এই টাইগার সাফারি টি ২০ হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত। রাজ্য প্রাথমিকভাবে, সাফারির জন্য কমপক্ষে দুই জোড়া সিংহ ও সিংহী আনতে চায়। এই সাফারিটিও ২০ হেক্টর অঞ্চলের উপর নির্মিত হবে। বিশেষভাবে ডিজাইন করা ২০-সিটের মিনি বাস পার্কের ভিতরে পর্যটকদের নিয়ে যাবে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গ বন্য প্রাণী পার্কের একজন সিনিয়র আধিকারিক জানান, “এখন পর্যন্ত টাইগার সাফারিতে প্রায় ১১টি বাঘ রয়েছে। ২০১৯ সাল থেকে, পার্কে ১১ টি বাঘের শাবক জন্মগ্রহণ করেছে, যদিও তাদের মধ্যে দুটি জন্মের পরপরই স্বাস্থ্য-সম্পর্কিত অসুস্থতার কারণে মারা গেছে।" তিনি আরও বলেন, “আমরা পার্কে একটি বাঘ প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র স্থাপনেরও চেষ্টা করছি। শীঘ্রই এ সংক্রান্ত একটি প্রস্তাব সিজেডএতেও পাঠানো হবে। বন বিভাগ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলার পাতালখাওয়াতে এক শিংওয়ালা গন্ডারকে পুনঃপ্রবর্তনের পরিকল্পনা নিয়েও কাজ করছে।” সম্প্রতি রাজ্যে বন্য প্রাণী সংরক্ষণ এর বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। যদিও রাজ্যের প্রথম লায়ন সাফারিটি ঠিক কতদিনের মধ্যে চালু করা সম্ভব হবে তা এখন‌ও স্পষ্ট নয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News