Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

মঙ্গলবার কম পরিমাণে চলবে মেট্রো

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা নাম শুনলেই লোকের আগেই মাথায় চিন্তা আসে ট্রাফিক জ্যাম এ আটকা পড়ে থাকা ঘন্টার পর ঘন্টা। কিন্তু এই সমস্যা কে অনেকটাই নির্মূল করে দিয়েছে কলকাতার মেট্রো ব্যবস্থা। যা অতিদ্রুত এক স্থান থেকে মানুষকে আরামদায়কভাবে ও নিরাপত্তা সহকারে অন্য স্থানে পৌঁছে দেয় ।এখানে মূলত সাউথ -নর্থ লাইনে দক্ষিণেশ্বর- দমদম -কবি সুভাষ গামি মেট্রোর সংখ্যা কম হতে চলেছে আগামী মঙ্গলবার অর্থাৎ ৮ ই নভেম্বর। কারণ এই মঙ্গলবার রয়েছে গুরু নানকের জন্ম জয়ন্তী। এই দিন এই লাইনে মোট ২৩৪ টি মেট্রো চলাচল করবে যার মধ্যে ১১৭টি থাকবে আপ লাইনে এবং ১১৭ টি থাকবে ডাউন লাইনে। তবে দিনের প্রথম মেট্রো এবং শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ঃ৫০ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪০ মিনিটে ।দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সার্ভিস সকাল ৬:৫০ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪০ মিনিটে ।দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গামী মেট্রো ছাড়বে সকাল ৭ টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯: ২৮ মিনিটে ।ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হয় কিন্তু এই কলকাতাতে ।পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে প্রথম ভূগর্ভস্থ রেল পরিষেবা চালু হয় কলকাতায় ১৯৮৪খ্রিস্টাব্দ ২৪এ অক্টোবর । প্রথম মেট্রো চলে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত। এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সুন্দর ভাবে পৌঁছে যাওয়া গেলেও ছুটির দিনে মেট্রোর এই ঘাটতি হয়তো বাড়াতে পারে মেট্রোতে ভিড়ের পরিমাণ।।


#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News