সর্দি - কাশি থেকে ত্বক ; সবকিছুর জন্য তুলসী

banner

#Pravati Sangbad Digital Desk:

বেশিরভাগ হিন্দু বাড়িতেই একটি করে তুলসী গাছ থাকে। কথিত আছে , ৩৩ কোটি দেব দেবীর সমান তুলসী গাছ। অতএব যেসব বাড়িতে তুলসী গাছ থাকে সেসব বাড়িতে প্রত্যেক বিকালেই তুলসিমঞ্চে ধুপ - ধুনো ও প্রদীপ দিয়ে আরতি করা হয়। তবে এই তুলসী গাছের ভূমিকা চিকিৎসা বিজ্ঞানেও রয়েছে। সর্দি , কাশি থেকে শুরু করে ত্বকের যত্নেও তুলসীর প্রয়োজনীয়তা যথেষ্ট।ব্রণ সারাতে তুলসী পাতার উপকারিতা : 
বহু মানুষ ব্রণর সমস্যায় ভোগেন। তবে এই তুলসী পাতার সাথে অ্যালোভেরা জেল ও পুদিনা পাতার রসের মিশ্রণ ব্রণর উপর দিলে কয়েকদিনের মধ্যেই তা সেরে যায়। 
ফেসওয়াশ হিসাবে তুলসীর প্রয়োজনীয়তা : আজকাল বাজারে নানা ধরনের ফেসওয়াশ পাওয়া যায়। তবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি যেকোনো কিছু ত্বকের জন্য বেশ উপকারী। তুলসী পাতার গুঁড়ো ও রিঠা পাউডার জলের সাথে মিশিয়ে ফেসওয়াশ হিসাবে ব্যাবহার করা যায়। 
ত্বক পরিষ্কার করতে তুলসী পাতা : আমরা সকলেই নিজেদের ত্বক নিয়ে বেশ সচেতন। এবার ঘরোয়া পদ্ধতিতেও পাওয়া যাবে ত্বক পরিষ্কার করার উপায়। তুলসী পাতার সাথে একটু টক দই ও পাতিলেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। এছাড়াও সর্দি - কাশিতে তুলসী পাতার রস অনেক উপকারি। ছোট্ট শিশুদের জন্য ঘরোয়া টোটকা অনেক কাজে লাগে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Tags:

Related News