Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

মঙ্গলের আকাশেই গা-ঢাকা দেবেন চাঁদমামা, শুরু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কাউন্টডাউন

banner

#Pravati Sangbad Digital Desk:

সামনেই রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। আগামী ৮ নভেম্বরের আকাশ থেকে ৪৫ মিনিটের জন্য অদৃশ্য হবেন চাঁদমামা। খন্ডগ্রাস নয়, বছর শেষে এই গ্রহণ হতে চলেছে পূর্ণগ্রাস। চাঁদের এই লুকোচুরির সাক্ষী থাকবেন দেশবাসীও। বিগত তিন বছরে দেখাই মেলেনি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। তাই বছর শেষে এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে উৎসুক হয়ে বসে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। তবে এবার বোধহয় অবসান হবে দীর্ঘ নিরাশার। কারণ গবেষকদের মতে এই গ্রহণ প্রতীয়মান হবে ভারতের পূর্বাংশ থেকে শুরু করে সমগ্র দেশেই। বাদ যাবেনা প্রতিবেশী দেশগুলিও। নাসা সূত্রে খবর, এবারের চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের মধ্যে এসে পড়লে, চাঁদের রঙ লালচে হয়ে যাবে। এই চন্দ্রগ্রহণের যে সময়ে চাঁদ পুরোপুরি ভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, সেই পর্যায়টি দেখা যাবে উত্তর ও মধ্য আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর পশ্চিমভাগ থেকেও। এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও এই গ্রহণ দেখা যাবে। আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রতিটি পর্যায় স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন।
ভারতীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ। শেষ হবে ঠিক ৬টা ১৮ মিনিটে। অর্থাত্‍ এই গ্রহণের স্থায়িত্ব প্রায় ৪৫ মিনিট ৪৮ সেকেন্ড। বিশেষজ্ঞদের মতে, বছরের এই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। খালি চোখেই তা দেখা যাবে। তবে ৮ নভেম্বর এর পর আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ মার্চ। প্রহর গুনতে হবে তিনটে বছর।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags: