Flash News
Monday, September 22, 2025

লালকেল্লা হামলা মামলায় নতুন মোর

banner

journalist Name : Ranita Däs

#Pravati Sangbad Digital Desk:

দিল্লিতে অবস্থিত লালকেল্লায় ২০০০ সালে হঠাৎই হামলা হয় । সেই মামলায় অভিযুক্ত ছিল মোহাম্মদ আরিফ নামের এক জঙ্গি নেতা । সেই মামলায় রায় দিয়েছেন সুপ্রিমকোর্ট। তখন সেই মামলায় মোহাম্মদ আরিফ এর মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা রিভিউ করতে বলা হয় ।  এখন সেই আবেদন নাকজ করে আদালত এবং মৃত্যুদন্ডের আদেশ বজায় রাখার নির্দেশ দেয়। জানা গিয়েছিল , মহম্মদ আরিফ লস্কর-ই-তৈবার  জঙ্গি ছিল। সেই সময় এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল তিনজন সেনা অধিকারীকের। এই মামলায় টানা এগারো বছর চলার পর ২০১১ সালের ১০ অগাস্ট মহম্মদ আরিফকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা পুনর্বিচারের আবেদন জানানো হয়েছিল দোষীর তরফে।কিন্তু তা স্পষ্ট ভাবে খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে মনে করে, ফের পুন বিচার হওয়ার কোন প্রয়োজন নেই। দেশের প্রধান বিচারপতি ইউ ইউ লালিত বৃহস্পতিবার আদালতে স্পষ্ট ভাবে জানিয়েছেন - এখন থেকে এই মামলার আর কোন রিভিউ পিটিশন গ্ৰহন করা হবে না।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News