Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

আর করা যাবে না গ্যাস বুকিং

banner

#Pravati Sangbad Digital Desk:

এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার।গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন থেকে যখন তখন প্রয়োজন হলেই গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না। সিলিন্ডার বুকিং করতে হবে কেন্দ্রের নিয়ম মেনেই।সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবার সাধারণ মানুষের জন্য গ্যাস বুকিংয়ের লিমিট বেঁধে দিল কেন্দ্র।যে কোনও গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
এর কারণে ইতিমধ্যেই  সফটওয়্যারেও ব্যাপক পরিবর্তনও এনেছে সরকার।১ নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার পেতে একটি নতুন প্রক্রিয়ার চালু করেছে কেন্দ্রীয় সরকার । ১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার বুক করলে আপনার কাছে একটি OTP আসবে। যখন আপনার গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে পৌঁছবে, ডেলিভারি ম্যান আপনার কাছে সেই OTP চাইবে। OTP জানালেই আপনি গ্যাস সিলিন্ডারের ডেলিভারি পাবেন।
আর  এবার  নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র ২টি সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সিলিন্ডার পাওয়ার জন্য মাস বা বছরের কোনও কোটা নির্ধারণ করা হয়নি।সীমার বেশি সংখ্যক সিলিন্ডার বুকিং করতে হলে গ্রাহকদের দিতে হবে নানা ডকুমেন্টস।এই ডকুমেন্টসগুলি আগে ডিস্ট্রিবিউটররা যাচাই করবেন। এরপরেই বছরে 15টির বেশি সিলিন্ডার পেতে পারেন গ্রাহকরা।সূত্র থেকে জানা গিয়েছে, ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম কম হওয়ায় তার যথেচ্ছ ব্যবহার করছিলেন গ্রাহকেরা। বাণিজ্যিক সিলিন্ডারের চেয়ে বাড়িতে ব্যবহার করা সিলিন্ডারগুলোরই বেশি ব্যবহার করা হচ্ছিলো ব্যবসার ক্ষেত্রে।তাই এলপিজি সিলিন্ডার ব্যবহারের উপর এবার এমন  নিয়ন্ত্রণ আনল  কেন্দ্রীয় সরকার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News