Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

হিলা এশিয়া কাপে আজ মুখোমুখি ইন্ডিয়া - পাকিস্তান

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

মহিলা ভারতীয় ক্রিকেট টিম ইতিমধ্যে এশিয়া কাপে নিজের বিজয় রথ বজায় রেখেছে। শ্রীলঙ্কা, মালেয়াশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী কে হারিয়ে আজ মুখোমুখি পাকিস্তানের ,ভারত। বিগত বেশ কয়েকটি মুখোমুখি সংঘর্ষে উমেন ইন ব্লু বিনা বাধায়, অসুবিধায় হারিয়েছে পাকিস্তানের মহিলা দলকে। এমতাবস্থায় শুক্রবার আলাদা কিছু হবে কিনা সেটা দেখার।

এই দুই দলের শেষ বার সংঘর্ষ হয় জুলাইয়ে কমন‌ওয়েলথ গেমসে। সেখানে ভয়‌ঙ্কর ভাবে পরাজয় স্বীকার করতে হয় পাকিস্তান কে । এমনকী শেষ পাঁচবার দেখা যায় যদি যে কোনো ফর্ম্যাটে ভারত বিজয়ী হয়েছে। 
চলতি বছরে যদিও ভারতীয় মহিলা দল আর পাকিস্তানের মহিলা দল ভাইরাল হয়েছিল অন্য কারণে। ১০৭ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা গিয়েছিলেন বিশমা মারুফ আর তাঁর মেয়ের সঙ্গে খেলা করতে । সেই ছবি - ভিডিও মন জিতে নিয়েছিল বর্ডারের এপার - ওপার দু' দিকের মানুষের‌ই । তবে খেলার মধ্যে অত্যন্ত লড়াকু মনোভাব দেখাতে পারেনি পাকিস্তানের মহিলা দল।

আজকের ম্যাচের ২ টো ১৪ মিনিট অবধি আপডেট হচ্ছে : পাকিস্তান‌ ১০৯ রানে ৪ উইকেট ১৫ ওভার ৪ বলে। নিদা রাশিদ দার ৪৫ রানে এখন‌ও অপরাজিত। এবার দেখা যাক, ম্যাচের ফলাফল কার পক্ষে যায়!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা আন্তর্জাতিক আজকের দিনে ক্রিকেট
Related News