দিপবলির আগে বাজারে নতুন ৫জি স্মার্টফোন, তাও স্বল্প দামে

banner

#Pravati Sangbad digital Desk:

গত ১লা অক্টোবর অর্থাৎ দেবীর বোধনের দিন দিল্লির প্রগতি ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন ৫জি পরিষেবা। ২০১৭ সালে দেশে প্রথম ৫জি চালু করার পরিকল্পনা করেছিল কেন্দ্র সরকার। তারপরে কেটে গিয়েছে ৫টা বছর। অবশেষে দেশের ১৩টি মেট্রো সিটিতে চালু হয়েছে ৫জি পরিষেবা। আপাতত এয়ারটেল ভারতে ৫জি পরিষেবা চালু করেছে। জিও তাদের ৫জি পরিষেবা চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ভারতের বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা তাদের ৫জি স্মার্টফোন লঞ্চ করেছে, তাও আবার স্বল্প দামে। এখন দেখে নেওয়া যাক ৫জি মোবাইলগুলির বিষয়ে।

 Samsung Galaxy M13 5G: স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা সামসাং নিয়ে এসেছে তাদের এই নতুন সেট মাত্র ১৪ হাজার টাকায়। এর মধ্যে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ৪ জিবি র‍্য্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৫০০০ এমএইচ এর ব্যাটারিসহ রয়েছে ফাস্ট চারজিং এর ব্যবস্থা।

 Poco M4 Pro 5G: মাত্র ১৩ হাজার টাকা খরচ করলেই পেতে পারেন পোকোর এই নতুন স্মার্টফোন। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যদিকে থাকছে ৫০০০ এমএইচ এর ব্যাটারি। সাথে মিডিয়াটেক ৮১০ প্রসেসার।

 Redmi Note 10T 5G: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা রেডমি তাদের এই নতুন স্মার্টফোন মাত্র ১২ হাজার টাকায় বাজারে নিয়ে এসেছে। আমাদের মধ্যে অনেকেই রেডমিকে পছন্দ করেন তার অসাধারণ ক্যামেরা কোয়ালিটির জন্য। তাছাড়া এই মধ্যে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, সাথে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News