"এবার পোস্ট অফিসে বিনিয়োগেই হবে লক্ষী লাভ, সুদের হার বাড়লো"

banner

#Pravati Sangbad digital Desk:

পোস্ট অফিসে বিনিয়োগ করেন অনেকেই এবং সেটি খুবই সুরক্ষিত। ভারতীয় পোস্ট অফিস বহুধরণের স্কিম চালায় মানুষের স্বার্থে। এর মধ্যে অনেক স্কিম মানুষের কাছে খুবই জনপ্রিয়। সবচেয়ে বড় ব্যাপার হলো যে, এখানে নেই কোনোপ্রকারের ঝুঁকি। আর তাই দেশের মানুষের বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের তালিকায় বেশ ওপরের দিকে থাকে পোস্ট অফিসের স্কিমগুলি।
আর এবার মোদী সরকার ক্ষুদ্র ঋণ প্রকল্পগুলোতে ঋণের সুদ বাড়িয়েছে। তাই পোস্ট অফিসের সেভিংস স্কিম আপনার জন্য বেশ ভালো বিকল্প হতে পারে। কেন্দ্র সরকার এবার তিন বছরের জন্য টাইম ডিপোজিট স্কিম, সিনিয়ার সিটিজন সেভিং স্কিম, কৃষক বিকাশ পত্র এবং পোস্ট অফিস মান্থলি ইনকম স্কিম পরিকল্পনাতে সুদের হার বাড়িয়েছে। ১ অক্টোবর থেকে লাগু হয়েছে এই স্মল সেভিং স্কিম।

মান্থলি ইনকাম স্কিম : পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট বেড়েছে সুদের হার। আগেই এখানে ৬.৬ শতাংশ সুদ পাওয়া যেত, আর এখন সেখানে মিলবে ৬.৭ শতাংশ সুদ।

সিনিয়ার সিটিজন সেভিং স্কিম : পোস্ট অফিসের সিনিয়ার সিটিজেন সেভিং স্কিম-এও ২০ বেসিস পয়েন্ট বেড়েছে। আগে এই পরিকল্পনার অধীনে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়। আর এখন তা বেড়ে ৭.৬ হয়েছে।

টাইম ডিপোজিট স্কিম : পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বাড়ানো হয়েছে সুদের পরিমাণ। এক্ষেত্রে প্রথম দুই বছরের ক্ষেত্রে ৫.৫ শতাংশ সুদ রাখা হয়েছে। এবার ২০ বেসিস পয়েন্ট বাড়ানোয় তা ৫.৭ সুদের হার হয়েছে। তিন বছরের ক্ষেত্রে তা ৩০ বেসিস পয়েন্ট বাড়ানোয় বর্তমানে এটি পৌঁছেছে ৫.৮ শতাংশ সুদে।

কিষাণ বিকাশ পত্র : কিষাণ বিকাশ পত্র স্কিমের অধীনে প্রথমে ১২ মাসের জন্য সুদের হার ছিল ৬.৯৪ শতাংশ। আর এখন সেখানে ৭% সুদ মিলবে।

এছাড়াও পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ক্ষেত্রে ৭.১ শতাংশ সুদ মিলছে। সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের ক্ষেত্রে ৭.৬ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে পোস্ট অফিসের চেয়ে ভালো বিনিয়োগ বিকল্প হয় না।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sumu Sarkar

Related News