এসএসসি-র বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রাট, ভুল মেনে নিলেন সভাপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘুরে ফের বিভ্রাট। গতকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের ১৪/০৯/২০২২ তারিখে ইন্টার্ভিউ এর জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে হবে নির্দিষ্ট ওয়েব সাইট থেকে। কিন্তু সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পেড়িয়ে গিয়েছে বহু দিন। অন্যদিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর। তা নিয়ে ইতিমধ্যেই চাকুরি প্রার্থীদের মধ্যে বিভ্রাট ছড়িয়ে পড়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এদিন প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ বিভ্রাট নিয়ে ভুল শিকার করে নিয়েছেন।


পাশাপাশি সভাপতি আরও জানিয়েছেন, আজ ১লা অক্টোবর তারিখ শুধরে নেওয়া হবে এবং তা আগামী ১৪ই অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছে কলকাতা উচ্চ আদালত। আদালতের নির্দেশেই তড়িঘড়ি ইন্টার্ভিউ এর জন্য প্রার্থী তালিকা তৈরি করতে হয়েছে এসএসসিকে। আর ঠিক সেই কারণেই এই ভ্রান্তি হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার। প্রসঙ্গত, ২০১৬ সালে উচ্চ প্রাথমিক নিয়োগের প্রথম পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। তারপরেই প্রার্থীদের একাংশ প্রার্থী তালিকার গলদ দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়। সেই সময় আদালতের নির্দেশে মেধাতালিকা বাতিল করে এসএসসি। নতুন করে ইন্টার্ভিউ নেওয়ার নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত। আর সেই নির্দেশ কার্যকারী করতে গিয়েই আবারও বিভ্রাটের সৃষ্টি হয়েছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News