গাড়ির পলিউশন সার্টিফিকেট না দেখালে পাম্পে আর মিলবে না পেট্রোল - ডিজেল; অপরাধের শাস্তি ছয় মাসের কারাবাস!

banner

#Pravati sangbad Digital Desk:

দিল্লি সরকারের বড় পদক্ষেপ! বিনা পিউসি সার্টিফিকেটে পাম্পে আর মিলবে না পেট্রোল - ডিজেল। সার্টিফিকেট না থাকলে জুটবে ছ'মাসের কারাবাস। জরিমানা হিসাবে ধার্য ১০,০০০ টাকা।
ট্রাফিক নিরাপত্তা বাড়াতে এবং দূষণ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্তে গ্রহণ করা হচ্ছে একাধিক পন্থা। কলকাতায় এর আগে জনস্বার্থে চালু করা হয় 'নো হেলমেট, নো পেট্রোল' পলিসি। আর তার পরেই চলতি বছরে দিল্লিতে চালু হলো এই নয়া উদ্যোগ। ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত দূষণের জেরে দিল্লিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। দিওয়ালিতে বাজি পোড়ানো‌ নিয়ে রয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। চলবে না সবুজ বাজি‌ও (Green Crackers)। সেই সঙ্গে এই নয়া পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে দূষণে রাস টানতে মরিয়া দিল্লি সরকার। ইতিমধ্যেই 'নো হেলমেট, নো 
ফুয়েল' পলিসির মতই চালু করা হচ্ছে 'নো পিইউসি, নো ফুয়েল' পলিসি। 'পিউসি' অর্থাৎ 'পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট' না দেখালে কোনো পাম্প থেকেই মিলবে না পেট্রোল - ডিজেল।

সরকারের একটি রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ১৪ লক্ষ টু হুইলার সহ মোট ১৭ লক্ষ গাড়ি চলছে বিনা পলিউশন সার্টিফিকেটে। যার জেরে দূষণ এর মাত্রা অতিক্রম করেছে লাল সীমানা। আর সে কারণেই ২৯ শে সেপ্টেম্বর এর এক বৈঠক থেকে ঘোষণা করা হয় ২৫ শে অক্টোবর থেকেই চালু করা হবে এই নয়া উদ্যোগ। কোনো গাড়ি বিনা 'পিইউসি' সার্টিফিকেটে ধরা পড়লে মিলবে ছ'মাসের কারাবাস। এক‌ইসাথে ১০,০০০ টাকার জরিমানা। যদিও এই ব্যাপার নিয়ে চিন্তায় রয়েছেন পাম্পের কর্মীরা। তাদের মধ্যে এই নিয়ম চালু হলে বেশ লম্বা লাইন পড়তে চলেছে পাম্প গুলিতে। এদিকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সমীক্ষা অনুসারে, বিগত ৩০ দিনে দিল্লির বাতাসে পার্টিকুলেট ম্যাটারের ঘনত্ব সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছে। তাই এবারে দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসে 'গ্রীন ওয়ার রুম' এবং 'অ্যান্টি ডাস্ট ক্যাম্পেইন' এর মত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আর তারপরেই চালু হতে চলেছে এই 'নো পিইউসি, নো ফুয়েল' পলিসি। তবে এই পলিসি ঠিক কতদিন কার্যকর হবে সেই নিয়ে উঠছে বড় প্রশ্ন! সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই দেশের বড় বড় শহর গুলিতে চালু করা হবে এই পলিসি। দূষণ এর দিক থেকে কলকাতা প্রথম সারিতে থাকায় এখানেও চালু করা হতে পারে এই নয়া পলিসি, মত বিশেষজ্ঞদের।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News