রাতারাতি উধাও লক্ষ লক্ষ ফেসবুক ফলোয়ার; সমস্যায় আক্রান্ত স্বয়ং মার্ক জুকারবার্গ

banner

#Pravati Sangbad Digital Desk:

মাত্র একটি রাতের কাহিনী। এক নিমেষে কমে গিয়েছে লক্ষাধিক ফেসবুক ফলোয়ার। সূত্রের খবর, হঠাৎ করেই বড় বড় ফেসবুক অ্যাকাউন্টগুলি থেকে এক রাতের মধ্যেই উধাও হয়ে গিয়েছে বিরাট অঙ্কের ফলোয়ার। ভারত সহ বিভিন্ন দেশে‌ দেখা দিয়েছে এক‌ইরকম সমস্যা। গায়ক হোক কিংবা অভিনেতা, খেলোয়াড় হোক কিংবা রাজনৈতিক নেতা - সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্টের বিপুল সংখ্যক ফলোয়ার হঠাৎই গায়েব হতে শুরু করেছে। বিশিষ্টদের তালিকা থেকে বাদ পড়েননি মেটার সি.ই.ও মার্ক জুকারবার্গ‌ও। হঠাৎ করেই তাঁর অ্যাকাউন্ট থেকে ভ্যানিস হয়ে যায় লক্ষাধিক ফলোয়ার। কোটি থেকে নেমে বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যাটা দাঁড়িয়েছে মাত্র ৯৯৯৫। এক‌ই কান্ড হয়েছে সিনে তারকা আশুতোষ রানা এর সাথেও। তাঁর অভিযোগ, গতকাল রাত পর্যন্ত তাঁর প্রায় ৪ লাখ ৯৬ হাজার ফলোয়ার ছিল। যেখানে আজ তা নেমে এসেছে প্রায় ৯০০০ এ।



শুনতে অবাক লাগলেও বর্তমানে বিশ্বের প্রতিটি কোণায় ফলোয়ার ভ্যানিশিং নিয়ে চলছে গভীর সমালোচনা। অনেকের মতে এটি হলো একটি অ্যাপ্লিকেশন বাগ (Application Bug) যার কারণে হঠাৎ করে এই সমস্যার সৃষ্টি হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে বর্তমানে ফেসবুক নেমেছে সাফাই অভিযানে। ফেসবুকে থাকা সমস্ত ফেক অ্যাকাউন্টগুলিকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে 'মেটা'। চিরতরে মুছে ফেলা হচ্ছে একাধিক ফেক অ্যাকাউন্ট। ঠিক সেই কারণেই উধাও হয়ে যাচ্ছে একাধিক ফেক ফলোয়ার। তবে এই বিষয়টি নিয়ে অনেকের মনে সৃষ্টি হয়েছে অসংখ্য প্রশ্ন। তবে কি ফেসবুক থেকে ভ্যানিশ হ‌ওয়া এই বিপুল ফলোয়ার্স দের মধ্যে সবাই নকল? কিছুদিন ধরে ট্যুইটার ব্যবহারকারীদের সাথেও এক‌ই সমস্যা দেখা দিয়েছিল। যদিও এই ব্যাপারে ফেসবুক এর তরফ থেকে মেলেনি কোনোরূপ প্রতিক্রিয়া। হঠাৎ উধাও হয়ে যাওয়া এই বিপুল সংখ্যক ফলোয়ার কি আদৌ আর ফিরবে? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে ব্যবহারকারীদের মনে।


#Source: online/Digital/Social Media News   # Representative Image


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi