Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

মহানগরীর বুকে ডেঙ্গির হানা, বাড়ছে মৃতের সংখ্যা

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের যুবকের মৃত্যু। যুবকের নাম অনুরাগ মালাকার। অনুরাগ কসবার পূর্বাঞ্চল রোডের ১০৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। জানা যায় গত ৬ ই সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি হয় ওই যুবক। ক্রমাগত অবস্থার অবনতি হতে থাকে অনুরাগের। প্রায় আটচল্লিশ ঘন্টার জীবনযুদ্ধে শেষমেশ পরাজিত হয় অনুরাগ। গত ৮ ই সেপ্টেম্বর মৃত্যু হয় তার। সূত্রের খবর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক‌ই দিনে ওই ওয়ার্ডের‌ই আর‌ও এক তরুণীর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মৃত যুবকের‌ই পরিবারের আর‌ও এক ব্যক্তি। স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ডায়াবেটিস এবং ওবেসিটির মত একাধিক সমস্যা থাকায় সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত হারে প্লেটলেট কমতে থাকে অনুরাগের। নানান প্রতিবন্ধকতার কারণে শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর কলকাতা মেডিক্যাল কলেজে ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি হয় হাওড়ার বাসিন্দা ছ'মাসের এক শিশু। ফুসফুসে জল জমতে থাকায় বাঁচানো সম্ভব হয়নি তাকেও। দু বছরের অতিমারী পরিস্থিতি কাটিয়ে যখন বঙ্গবাসী একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টায়, তখনই কলকাতার বুকে ডেঙ্গির আতঙ্ক। স্বাস্থ্য বিভাগ এর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৫১ জনের কাছাকাছি। বুধ থেকে বৃহস্পতিবার এর মধ্যে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০১ জন। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং-এ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য মহল। রাজারহাট, সল্টলেক, নিউটাউন এর মতো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। যার জেরে বৃহস্পতিবার বৈঠকে বসেন রাজ্যের উচ্চপদস্থ স্বাস্থ্য অধিকারিকরা। সরকার এবং প্রসাশনের মিলিত উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যের কোণায় কোণায় শুরু হয়েছে বাড়তি নজরদারি। গ্রামে-গঞ্জে চলছে ডেঙ্গু সতর্কতামূলক প্রচার। ডেঙ্গুর বাহক মশার লার্ভা বিনষ্ট করতে বাড়ি বাড়ি করা হচ্ছে স্প্রে। বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে সাফাই অভিযান। ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব 'দূর্গাপূজা'। দু'বছরের করোনা পরিস্থিতি নষ্ট করেছিল উৎসবের আমেজ। তারপর‌ই চলতি বছরে ডেঙ্গির হানা। আতঙ্ক গ্রাস করছে বাঙালি মনকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News