পুজোর ছুটিতে কাশ্মীর ভ্রমণ

banner

#Pravati Sangbad Digital Desk:

কোভিড এর কারণে সেভাবে কোথাও ঘোরা হয়নি কারোর। তাই কোভিডের আশঙ্কা কমতেই উৎসবের আমেজে মেতে উঠছে বাংলা। বিদেশ ও ভিন রাজ্য থেকে বহু মানুষ এবার কলকাতামুখী৷ মহানগরের পুজো দেখে তাঁদের একটা বড় অংশ যাবে দার্জিলিং, ডুয়ার্স, দিঘা বা সুন্দরবনে বেড়াতে। ঠিক বিপরীত দিকে, বাংলার মানুষ বেড়াতে যেতে চাইছেন কাশ্মীরে। বাঙালির বেড়াতে যাওয়ার অন্যতম মাধ্যম হল কুন্ডু স্পেশাল। সংস্থার কর্ণধার সৌমিত্র কুন্ডু জানিয়েছেন, "বেড়ানোর আগ্রহ মানুষের কোথায় তা আমরা বুঝতে পারি দুটি ক্ষেত্রে৷ এক, যদি কোনও বুকিং প্রথম দু'ঘণ্টায় হয়ে যায়, তাহলে বুঝে যাব সেই জায়গায় মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। তবে সেই বুকিং কোনও ট্যুরে ৪৮ ঘণ্টা হলে এমনটা নয় যে মানুষের আগ্রহ নেই৷" তবে এই সব বাইরের চর্চায় থাকলে দেখা যাচ্ছে কাশ্মীর, তারপর লেহ-লাদাখ, তারপর আন্দামান ও শেষে কেরলের দিকে যাওয়ার চাহিদা রয়েছে মানুষের। কুন্ডু স্পেশাল অবশ্য আগে কাশ্মীর ট্যুর করাত না। বহু বছর আগে শুরু হয়েছিল তাদের কাশ্মীর যাত্রা। মাঝে দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল। তা চলতি বছরের মার্চ মাস থেকে ফের চালু করেছে কুন্ডু স্পেশাল। সৌমিত্রবাবু জানিয়েছেন, "এ বছর আমরা প্রায় ১০০০ জনকে কাশ্মীরে নিয়ে যাচ্ছি আমরা। সমসংখ্যক মানুষকে নিয়ে যেতেও আমরা পারছি না। তবে আগ্রহ রয়েছে প্রচুর।" এই ট্রিপে, বিমান, ট্রেন, এসি, ভলভো বাসে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন পয়েন্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। কুন্ডু স্পেশালের সবচেয়ে বড় সুবিধা হল, যেখানেই তাঁরা নিয়ে যান না কেন, খাবার দেওয়া হল একেবারে বাঙালি পদের।অন্যদিকে পুজোয় পিছিয়ে নেই বাঙালির হিল স্টেশন দার্জিলিং। এবার উত্তরবঙ্গের বেড়াতে যাওয়ার চাহিদা প্রচুর। পাহাড়ের অফবিট ডেস্টিনেশনের পাশাপাশি, ডুয়ার্সেও পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। ইতিমধ্যেই একাধিক ট্যুর অপারেটর দার্জিলিং-ডুয়ার্স নিয়ে নানা ট্রিপ করানোর ব্যবস্থা করছেন৷ এছাড়া পড়শি রাজ্য সিকিমেও যাচ্ছেন প্রচুর মানুষ।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News