Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পুজোয় দুর্ঘটনা রুখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ। বাইক চালকদের বেপরোয়া গতি কমাতে বিশেষ ব্যবস্থা!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

প্যানডেমিকের দু'বছর ছাড়া প্রতি বছর ই দুর্গাপুজোর সময় পশ্চিম বাংলার নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করে কলকাতা শহরে, তাই যানজট স্বাভাবিক নিয়মেই সৃষ্টি হয়। ফলে দুর্ঘটনাও এ সময়ে প্রায়‌ই হয়ে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সব দুর্ঘটনায় অংশগ্রহণ করে বাইকের মতো দু- চাকার কোনো গাড়ি। গত বছরে এক পরিসংখ্যান অনুযায়ী, যত দুর্ঘটনা ঘটেছিল আগের বছর তার মধ্যে ৪৪ % র বেশি ঘটেছিল বাইক সংঘর্ষে।  তাই এ - বছর দুর্ঘটনা কমাতে যথেচ্ছ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ। সূত্রের খবরানুযায়ী, মঙ্গলবার বিকেল থেকে পুলিশের ১৬ টি দল কলকাতার রাস্তায় নামছে বাইক বাহিনীর উৎশৃঙ্খলতা রুখতে ।  অতিরিক্ত গতিতে ধাবমান মোটরবাইক এখন এক মাথাব্যথার কারণ তা স্বীকার করেছেন পুলিশের একাধিক কর্মকর্তা। তিনজন সওয়ারি নিয়ে বেআইনি ভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালনা এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, পুজোর সময় অত্যধিক কড়াকড়ি একটা স্বাভাবিক ব্যাপার।  পুলিশের একাংশের মতে, প্রতি বছর বড়ো বড়ো নামকরা পুজো মন্ডপের সামনে দর্শনার্থীদের ভিড় সামলাতে একাধিক পুলিশ মোতায়েন করা হয়, আর এর সুযোগ নিয়ে যে সব অঞ্চলে পুজো মন্ডপের পরিমাণ কম,  সেখানে স্বেচ্ছাচার করেন এই বাইক বাহিনী। কেউ কেউ ট্রাফিক সিগন্যাল কেও দেখান বুড়ো আঙুল! লালবাজার সূত্রের খবর, সোমবার ট্রাফিক গার্ডের আধিকারিক ও এসিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার দেখার বিষয়, কলকাতা পুলিশের তৎপরতা কতটা পরিস্থিতি বদলাতে সহায়তা করে!

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News