Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দু’বছর পরে পুজোর ছন্দে তিলোত্তমা, ট্রাফিক নিয়ন্ত্রণে জোর কলকাতা পুলিশের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আর মাত্র হাতে গোনা কটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু বাঙালির প্রানের উৎসব। কেটেছে করোনা ভয়, সেই সাথে উপরি পাওনা ইউনেস্কোর হেরিটেজ তকমা। তাই প্রতি বছরের থেকে চলতি বছর দুর্গা পুজোকে কেন্দ্র করে মানুষের বাড়তি উন্মাদনা নতুন করে কিছু বলার নয়। অন্যদিকে প্রতিবছরই মহালয়ার পর থেকেই তিলোত্তমা কার্যত অবরুদ্ধ হয়ে পরে। এই বছর যে আরও বেশি করে রাস্তা ঘাটে যানজট দেখা যাবে তা নিয়ে সন্দেহ নেয় কলকাতা পুলিশের। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মেনেও নিয়েছেন সে কথা। কলকাতা পুলিশের পক্ষ থেকে যতটা সম্ভব যানজট সামাল দিতে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুজোর আবহে তিলোত্তমা সেজে উঠেছে। মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে পুজো মণ্ডপ। আর তা দেখতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। কলকাতা থেকে শহরতলি, তাছাড়া বিদেশ থেকেও প্রবাসী বাঙালিরা এই বছর মেতে উঠবেন কলকাতার দুর্গোৎসবে। তাই কিছুটা বাড়তি পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, ভিআইপি রোডসহ, মা ফ্লাইওভার, শ্যামবাজার, দমদম, লেকটাউন, চিংড়িঘাটা, সল্টলেক কলেজ মোড়ে বাড়তি নিয়ন্ত্রণ থাকবে। অন্যদিকে যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই মেট্রোর সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কতৃপক্ষ। পাশাপাশি রেলের তরফ থেকেই থাকছে বিশেষ ট্রেন। সব মিলিয়ে দু’বছর পরে ফের নিজের ছন্দে ফিরেছে তিলোত্তমা, ছন্দে ফিরেছে জনজীবন। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। মণ্ডপ সজ্জার কাজও চলছে পুরোদস্তুর। সব মিলিয়ে এখন দেবীর মর্তে নেমে আসার অপেক্ষা।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News