বিহারের সাসারামে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় হাওড়া-দিল্লি রেল রুট প্রভাবিত

banner

#Pravati Sangbad Digital Desk:

বুধবার ভোরে দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়া জংশন (ডিডিইউ-গয়া) রেল রুটে একটি পণ্য ট্রেনের প্রায় কুড়িটি বগি লাইনচ্যুত হয়। "ডিডিইউ-গয়া রেল রুটের কুমাউ স্টেশনের (বিহারের রোহতাস জেলা) কাছে সকাল ৬.৩০ টার দিকে DDU-গয়া রেল রুটে একটি পণ্য ট্রেনের ২০টি বগি লাইনচ্যুত হয়", ভারতীয় রেলের DRM DDU জানিয়েছেন৷ ঘটনাটি বিহার রোহতাসের কুমায়ুন স্টেশনের কাছে সকাল ৬:৩০ টার দিকে ঘটেছিল যা এখন হাওড়া-নয়া দিল্লি রুটের গয়া-ডিডিইউ রেল সেকশনে অপারেশন বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ১২ সেপ্টেম্বর, বিশাখাপত্তনম থেকে কিরান্দুলের একটি যাত্রীবাহী ট্রেন ওড়িশার জেপুর-ছাত্রিপুট স্টেশনগুলির মধ্যে লাইনচ্যুত হয়েছিল।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News