Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

উদ্বোধনের অপেক্ষায় টালা ব্রিজ, আগামী বৃহস্পতিবার নবনির্মিত টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ দুই বছর পর জনসাধারণের জন্য খুলে যাচ্ছে ঐতিহ্যবাহী টালা ব্রিজ। আগামী বৃহস্পতিবার ২২-এ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে নবনির্মিত টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত নিয়ন্ত্রণ করা হবে ভারী যান চলাচলে। সূত্রের খবর, ছোট গাড়ি, বাইক চলাচলের জন্য উন্মুক্ত থাকছে টালা ব্রিজ। যদিও ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য আইআইটি খড়গপুর এবং রেলকে দায়িত্ব দিয়েছে রাজ্য পূর্ত দফতর। গত ১৫ সেপ্টেম্বর রাজ্যকে রিপোর্ট জমা দিয়েছে তারা। কিন্তু তার পরেও কিছু দিনের জন্য ভারী যান নিয়ন্ত্রণ করতে চাই রাজ্য সরকার। উল্লেখ্য, ২০২০ সালে পুরনো টালা ব্রিজকে আনফিট হিসাবে ঘোষণা করা হয়। তারপরেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। কিছু দিনের মধ্যে ভেঙে ফেলাও হয় ১০৯ বছরের পুরনো সেই ব্রিজ, কিন্তু রেলের অনুমতি না মেলার জন্য নতুন ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপনে বিলম্ব হয়। অবশেষে ২০২০ সালের প্রথম দিক করে সব বাধা বিপত্তি পেরিয়ে নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের। পুজোর মুখে টালা ব্রিজের উদ্বোধনে খুশি উত্তর কলকাতার পুজো উদ্যোক্তারাও। প্রসঙ্গত, টালা ব্রিজ উত্তর কলকাতার প্রধান প্রবেশ দ্বার। তাই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ভোগান্তির শেষ ছিল না। অন্যদিকে গত দুই বছর সেই অর্থে উত্তর কলকাতার পুজো মণ্ডপে দর্শকের ভিড় দেখা যায়নি। তবে এবার পুজোর আগেই ব্রিজের উদ্বোধন হওয়ার ফলে পুজো মণ্ডপে দর্শকের দেখা মিলবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News