১৫ আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী স্বাধীনতার ৭৫তম বার্ষিকী

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ ১৫ আগস্ট। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা দিবস পালন করা হল বালুরঘাটে। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে স্বাধীনতার ৭৫ বছর পালিত হয় জেলা প্রশাসনের তরফে। এদিন সকাল ন'টা নাগাদ সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিজিন কৃষন। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের পাশাপাশি শহীদ বেদীকে সম্মানের সঙ্গে মাল্যদান প্রদান করে এই দিনটিকে শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন জেলাশাসক সহ আরও অনেক উচ্চপদস্থ ব্যক্তিত্ব। পাশাপাশি পুলিশ ও অসামরিক বাহিনী জমায়েত হয়ে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে কুচকাওয়াজ প্রদর্শন করেন। এদিন জেলার ব্লক, মহকুমা ও শহরের সাধারণ মানুষ সহ স্কুলের ছাত্র-ছাত্রীরাও স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে অংশগ্রহণ করেন। এই বিষয়ে জেলাশাসক বিজিন কৃষন বলেন যে, আমরা অনেক এগিয়ে এসেছি কারণ দেশ স্বাধীনের সময়ে আমাদের সংবিধান কয়েকটা মূল্যবান জিনিস তুলে ধরেছিল, যেগুলো সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আমরা পেয়েছি। এর সঙ্গে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছেন।তাঁদের জন্যই সেই ১৯৪৭ এর ১৫ই আগস্ট থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে আজকে এই জায়গায় এসেছি|

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Riya Some

Related News