ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত নির্দেশ দিয়েছিলেন আগামী তিন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এটা ছিল গত মে মাসের রায়। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা বর্তমানে শেষের মুখে। এই সময় রাজ্যের আইনজীবীরা আবার মামলা পুনবিবেচনার জন্য আর্জি জানিয়েছে। সরকারের তরফ থেকে আদালতে জমা দেওয়া হয়েছে রিভিউ পিটিশনও। কর্মীদের একাংশ বলছেন, “শেষলগ্নে এই রকম কাজ ইচ্ছে করেই করছে সরকার, যাতে তাঁরা আরও বেশ খানিকটা সময় বেশি পাই”। গত মে মাসে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল, “ডিএ কর্মীদের ন্যায্য অধিকার। কোন ভাবেই কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করা যায় না”। সুতরাং, আদালতের রায়ে স্পষ্ট বোঝায় যায়, কর্মীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। কিন্তু আবারও আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। প্রসঙ্গত, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খরচ আগের থেকে অনেকটাই বেড়েছে। অন্যদিকে সেইভাবে রাজ্যের আয় বাড়েনি, বর্তমানে কার্যত রাজ্যের ভাঁড়ার শুন্য, তাই খানিকটা সময় চাই রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের আইনজীবীরা জানাচ্ছেন, “আদালত যেই যুক্তি দেখিয়ে ডিএ মেটানোর কথা বলেছে তা কার্যত মানতে বাধ্য রাজ্য সরকার, সেই কারণেই উচ্চ আদালতে অ্যাপিল করার মতো দ্রষ্টব্য দেখায়নি রাজ্য সরকার”। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে রাজ্যের কর্মচারীদের ডিএ বন্ধ করে রেখেছে রাজ্য সরকার, সেখানে কেন্দ্র সরকার এবং বাকি রাজ্যগুলি তাদের কর্মীদের ডিএ বৃদ্ধি করতে শুরু করেছে ইতিমধ্যেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News