Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

বাংলার দাদা-দিদির যুগলবন্দীতে বিশ্বজনীন দুর্গাপুজোর বর্ণাঢ্য অনুষ্ঠান

banner

#Pravati Sangbad Digital Desk:

দুর্গাপুজোর ইউনেস্কো- বিশেষ স্বীকৃতির উদযাপনে মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন একাধিক তারকা বিশেষজ্ঞরা। রেড রোডে মিছিল শেষ হওয়ার পর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর একদম পাশের চেয়ারেই বসে রয়েছেন মহারাজ।

শুরু হয়ে গেল বাঙালির সেরা পুজো দুর্গাপুজো। আজ থেকেই উৎসবের ঢাকে কাঠি পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। একপশলা বৃষ্টি-শেষে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান। মঞ্চ থেকে সকলকে শুভেচ্ছা জানালেন মমতা। ধন্যবাদ জানালেন ইউনেস্কোকে। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন অধ্যাপক তপতী গুহঠাকুরতা। মন্ত্রী আমলা থেকে টলিউডের কলাকুশলীরা। সকলকে শুভেচ্ছা জানিয়ে পুজো শুরুর বার্তা দিলেন মমতা।


বৃহস্পতিবার দুপুরে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের তালে ধুনুচি নাচ একের পর এক অনুষ্ঠানের রঙিন আবহে মেতে উঠল তিলোত্তমা কলকাতা। রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে বিপুল মানুষের সমাগম। ঠিক একমাস পর অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী। আর আজ রাজপথে এই দৃশ্যই যেন আগাম দেখে ফেলল কলকাতা। কার্যত একমাস আগেই পুজো শুরু হয়ে গেল। এই মানুষের মনে হওয়াকেই যেন শুনতে পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই আজ থেকেই পুজো শুরু হয়ে গেল বলে রাজপথ থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর শোভাযাত্রার অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বাংলার ক্রীড়াজগতের আইকনও বটে। সৌরভ থাকা মানেই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বেড়ে যাওয়া, এক নিমেষে প্রচারের সার্চলাইট তাঁর দিকে পড়ে। বৃহস্পতিবারের বিকেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলার আগেই বলতে ওঠেন সৌরভ। তিনি এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ফ্রান্সের প্রতিনিধি এখানে এসেছেন। ফ্রান্স মানেই ফুটবলের শহর। আমাদের এখানেও তিনটি বড় ক্লাব রয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল মহামেডান স্পোর্টিং। তাদের ক্যারিশমাও কম নয়। আমরা চাই ফরাসী ফুটবলের সৌন্দর্যও ফিরুক আমাদের শহরে। সৌরভ বুঝিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় খেলাধুলোর একমেবদ্বিতীয়ম এক মহানক্ষত্র। যিনি বাংলার উৎসবের সংজ্ঞা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিতে পেরেছেন ইউনেস্কো প্রতিনিধিদের।

সৌরভ অনুষ্ঠানে বলেন, ‘‘দুর্গাপুজো এমন এক উৎসব যা সাত থেকে ৭০ বছরের প্রবীন মানুষকেও আনন্দে ভরিয়ে দেয়। যিনি একেবারে আর্থিকভাবে দূর্বল, কিংবা বিত্তশালী, তাঁদের মধ্যেও আনন্দ ভরিয়ে দেয় এই উৎসবের মাদকতা। এই উৎসব সব বিভেদ দূর করে দেয়, ভালবাসায় ভরিয়ে তোলে সবকিছুকে। উৎসবের মতোই খেলাধুলোও ভৌগোলিক দুরত্বও কমিয়ে দেয় নিমেষে।’’


ভারতের প্রাক্তন নামী অধিনায়কের মন্তব্য, ‘‘আমি বিশ্বের নানা প্রান্তে গিয়ে দেখেছি উৎসবের বাহার। ব্রাজিলে এক ধরনের উৎসব, মেক্সিকোতে আরেকরকম। আমাদের বিভিন্ন শহরেও নানা উৎসবের রেশ, তার মধ্যেও দুর্গাপুজোর সেরার স্বীকৃতি আমাদের মন ভরিয়ে তোলে, আমাদের মনে গর্ববোধ জাগায়।’’


#Source - online / digital news

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipannita Thakur

Related News