মেসি রোনাল্ডো দ্বৈরথ, এক মহাক্যাবিক অধ্যায়

banner

#Pravati Sangbad Digital Desk:

(তৃতীয় পর্ব)
বিশ্ব ফুটবলে পৃথক দুজন কিংবদন্তীর দ্বৈরথ যুগ যুগ ধরে দর্শকেরা উপভোগ করে এসেছে। এই দ্বৈরথ কখনো হয়েছে দুজন একই যুগের ফুটবলারের সাথে কখনো বা হয়েছে দুই পৃথক যুগের কিংবদন্তীর সঙ্গে। যেরকম কখনো দ্বৈরথ হয়েছে ফুটবল সম্রাট পেলের সঙ্গে আরেক মহারথী বেকেওনবাওয়ারের। আবার কখনো সম্রাট পেলের সঙ্গে তুলনা টানা হয়েছে ফুটবলের ভগবান দিয়োগো মারাদোনার। তবে এই যুগে সেই দ্বৈরথ হচ্ছে যে দুজন মহারথীর মধ্যে তার মধ্যে একজন হলেন পর্তুগীজ রাজপুত্র ক্রিস্তিয়ানো রোনাল্ডো এবং অপরজন হলেন, আর্জেন্টাইন রূপকার লিওনেল মেসি। দুজনের অগণিত ভক্ত একে অপরের থেকে বড় মনে করেন।
দুজনের মধ্যে কে প্রকৃত 'গোট' অথবা 'গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম' তা নিয়ে নিজেদের ব্যাক্তিগত ফ্যানদের মধ্যে কলহ লেগেই থাকে। তবে প্রকৃত ফুটবল্প্রেমী এই দুই খেলোয়াড়ের খেলা উপভোগ করেন। যাইহোক, এই দুই 'গোট'-এর পরিসংখ্যান এর দিকে তাকালে আমরা দেখতে পাবো কিছু ক্ষেত্রে রোনাল্ডো এগিয়ে আছে , ঠিক একইভাবে কিছুক্ষেত্রে এগিয়ে আছেন মেসি।বাম পায়ের খেলোয়াড় মেসি পরিচিত তার অসাধারন শিল্প শৈলীর জন্য,এর সঙ্গে তিনি খেলা তৈরি করতেও সিদ্ধহস্ত। মাত্র ১৯ বছর বয়সে কোপা দেল রে'র একটি ম্যাচে গেতাফের বিরুদ্ধে ৬জন খেলোয়াড়কে কাটিয়ে করা গোলটি আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। অপরদিকে,ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে একজন সুপার হিউম্যান বললে কম হবে না। তার ৩৭ বছরেও দুরন্ত গতি ২৪ বছর বর্ষীয় যে কোন খেলোয়াড়কে লজ্জায় ফেলে দিতে পারে। এরই সঙ্গে  তিনি দূর থেকে গোলে শক্তিশালী শট নিতে সিদ্ধহস্ত। রোনাল্ডোর একটি অতিমানবিক বৈশিষ্ট্য হল তিনি ৭ ফূট মানুষেরও উঁচুতে স্পট জাম্প করতে পারেন। রোনালদো চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ২.93 মিটার অর্থাৎ প্রায় ৯ফুট ৭ইঞ্চি স্পট জাম্প করে গোল করেন। ক্লাব ক্যারিয়ারে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড সহ রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের মতো দলে খেলে ৬৩৯ ম্যাচে ৪৯৭ গোল করেছেন। অপরদিকে, মেসি কেরিয়ারের শুরু থেকে বার্সেলোনাতে খেলে ২০২১ সালের দলবদলের বাজারে প্যারিস সাঁ জারমা-য় যোগ দেন। এই দুই ক্লাবের হয়ে মেসি ৫৪৬ ম্যাচে ৪৮০টি গোল করেছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে এল এম ১০ ১৬২ ম্যাচ খেলে ৮৬টি গোল করতে পেরেছেন। সেখানে সি আর ৭ ১৮৯ ম্যাচ খেলে ১১৭ গোল পর্তুগাল দলের হয়ে করেছেন এবং আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে সর্বাধিক গোলদাতার মুকুট নিজের দখলে রেখেছেন। ২০০৯ সালে রোনাল্ডো রেকর্ড অর্থে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেই ২০০৯-১০ মরশুম থেকে ২০১৭-২০১৮ মরশুম পর্যন্ত মেসি এবং রোনাল্ডো দুজনেই একই লিগে খেলেছেন। এই সময়ে লিও মেসি বার্সেলোনার হয়ে ৩০৯ ম্যাচে ৩২৯টি গোল করেছেন। এই একই সময়ে ক্রিস্তিয়ানো রোনাল্ডো ৩১১টি গোল করেছেন ২৯২টি ম্যাচ খেলে। এই সময়ে দুজনে ১৮ বার মুখোমুখি হন যারমধ্যে ১০টি ম্যাচে মেসি জয়লাভ করেন এবং মাত্র ৪টি ম্যাচে রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে জয় পান। বাকি ৪টি ম্যাচের ফয়সলা হয়নি। তবে এখনো পর্যন্ত দুজনের ক্লাব জীবনে একে অপরের সাথে ৩৪ বার মুখোমুখি হন যার মধ্যে রোনাল্ডো জয়লাভ করেন ১০টি ম্যাচে অপরদিকে মেসি ১৫টি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। বাকি ম্যাচগুলির ফয়সলা হয়নি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে মাত্র দুবার এবং দুজনাই একটি করে ম্যাচে জয়লাভ করেন। সবমিলিয়ে দলগত গোলের হিসেবে ৩৬ ম্যাচে মেসি করেছেন ২২ গোল অপরদিকে রোনাল্ডো করেছেন ২১ গোল। ক্লাব ক্ষেত্রে প্রায় দু -দশকেরও বেশি সময় ধরে মেসি বার্সেলোনার হয়ে খেলেছেন। এইসময়ে তিনি ১০ বার লা লিগা,৮বার স্প্যানিশ সুপার কাপ, ৪বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩বার উয়েফা সুপার কাপ, ৩বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ১০ বার কোপা দেল রে জয় করেন। এরসঙ্গে ২০২১-২২ মরশুমে পিএসজি-তে যোগ দিয়ে লিগ ওয়ান জয় করেন। অপরদিকে রোনাল্ডো বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন সময়ে খেলেছেন।  রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩টি প্রিমিয়ার লিগ জুভেন্টাসের হয়ে ২টি সিরিয়া এ এবং রিয়াল মাদ্রিদের হয়ে ২টি লা লিগা ও ২টি কোপা দেল রে সহ জিতেছেন ২১টি ক্লাব কাপ, যার মধ্যে আছে ৫টি চ্যাম্পিয়নস লিগ ট্রফিও। আন্তর্জাতিক মঞ্চে মেসি আর্জেন্টিনার হয়ে জয় করেছেন কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা কাপ অন্যদিকে রোনাল্ডো পর্তুগালকে এনে দিয়েছেন,ইউরো কাপ এবং উয়েফা নেসন্স কাপ। ব্যাক্তিগতভাবে রোনাল্ডো জিতেছেন ৫টি ব্যালেন ডি অর, ৪টি ইউরোপিয়ান গোল্ড সু এবং ৩টি পিচিচ ট্রফি সহ আরও ১৭ খানা ট্রফি। অন্যদিকে ৭টি ব্যালন ডি অর, ১টি ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট এবং ৮টি পিচিচি ট্রফি সহ মেসি জিতেছেন আরও ৩১ খানা ট্রফি।
বিশ্ব ফুটবলে এই দুই মহারথী তাদের আবির্ভাবকাল থেকে এখনো পর্যন্ত তাদের নিজ নিজ জায়গায় নিজেদের জাত চিনিয়ে সারা মাঠে ফুল ফুটিয়ে যাচ্ছেন। ফ্যানেরা যতই তাদের নিয়ে নিজেদের মধ্যে কলহ করুন, এই দুই বিশ্বমানের ফুটবলার যেদিন অবসর নেবেন ,সেদিন মেসি-রোনাল্ডো উভয়েরই সর্বপরি আপামর ফুটবল্প্রেমীদের চোখের কোনায় যে একফোঁটা জল উকি দেবে তা বলাই বাহুল্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News